For Advertisement
বাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা
গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে এই ম্যাচ নিয়ে প্রোটিয়া সহঅধিনায়ক বলেন, ‘বাংলাদেশ দারুণ একটা দল। আপনি যদি তাদের মতো দলের বিপক্ষে জ্বলে উঠতে না পারেন এবং আপনার স্কিল যদি কাজে না আসে তাহলে আপনি চাপে পড়বেন। খুব সম্ভবত এখানেই আমরা ভুল করেছিলাম। স্বভাবগতভাবেই তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলে তবে যখন খেলতে নামি তখন লড়াইটা সমানে সমানে হয়। আপনি শুধু এটা বলতে পারবেন না যে তাদের দারুণ সব স্পিনার আছে কারণ সাম্প্রতিক সময়ে তাদের পেসাররাও দারুণ করছে। যেটা বললাম তারা দারুণ দল, জিততে হলে আমাদের জ্বলে উঠতে হবে। এখন আমাদের এটা বুঝতে হবে ভালো ফলাফলের জন্য আমাদের কি করা প্রয়োজন। কোচ এবং ক্যাপটেন যেভাবে চালাচ্ছে আমাদের সেই প্রক্রিয়ার উপর বিশ্বাস করতে হবে।’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ৩৯৯ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। পরে বড় ব্যবধানে জয়ও তুলে নিয়েছিল। একই মাঠে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। এ ম্যাচেও একই ফলাফল পুনরাবৃত্তি করতে চান বলে জানান মার্করাম। বলেন, ‘আমার মনে হয় কাল আমাদের আত্মবিশ্বাস নেওয়ার সুযোগ, যেমনটা আমরা ইংল্যান্ড ম্যাচ থেকে নিয়েছিলাম। আমরা চেষ্টা করব সেই পারফর?ম্যান্সের পুনরাবৃত্তি করতে। এটাই চ্যালেঞ্জ এবং সেটা করার সর্বাত্মক চেষ্টা করব। আর আমরা যদি সঠিক মনোভাব এবং আগ্রাসনের সঙ্গে খেলতে পারি, তবে আমাদের জন্য ভালো সুযোগ থাকবে। শেষ পর্যন্ত অবশ্য ফল কখনোই সুনিশ্চিত নয়। তবে এটা আমাদের দল হিসেবে ভালো করতে সহায়তা করবে।’
এ সময় বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আগের ম্যাচটা ভালো হয়েছে। কিন্তু আপনাকে এটা মানতে আগামীকাল আমাদের নতুন একটা খেলা। আমরা এমন একটা দলের বিপক্ষে খেলব যারা কিনা সাদা বলের ক্রিকেটে খুবই ভালো দল। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে। তারা এখানে সবসময় ভালো খেলে। আপনাকে এটা মানতে হবে এবং প্রতিপক্ষকে সম্মান করতে হবে। আপনি কোনো ব্যক্তি কিংবা দলের ফরমের নিশ্চয়তা দিতে পারবেন না। আমরা শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে নামব এবং আমরা যতটা আত্মবিশ্বাস নিয়ে নামতে পারি সেটা করব। ভালো রেজাল্ট পেতে চাইলে আমাদের সবকিছুর পুনরাবৃত্তি ঘটাতে হবে।’
For Advertisement
Unauthorized use of news, image, information, etc published by Purbakash is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Comments: