For Advertisement
‘ঘাবড়ে যাওয়া অধিনায়ক’
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বিশ্বকাপে পাকিস্তানের টানা অষ্টম হার। ১৫৪ রানে ২ উইকেট থেকে ১৯১ রানে অলআউট পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না ক্রিকেটভক্তরা।
বিশ্বকাপের মতো বড় আসরে এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে বাবরদের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এসব নিয়ে বাবরের ওপর বেজায় চটেছেন ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, রমিজ রাজা, শোয়েব মালিকদের মতো সাবেক ক্রিকেটাররা।
এবার বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন মঈন খান। ভারতের বিপক্ষে বাবরকে ‘ঘাবড়ে যাওয়া অধিনায়ক’ মনে হয়েছে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যানের।
পাকিস্তানের ক্রীড়াবিষয়ক টিভি চ্যানেল ‘এ’ স্পোর্টসে সাবেক অধিনায়ক মঈন খান বলেন, ‘ব্যাটিংয়ের সময় বাবরের খেলার কৌশল দেখে মনে হয়নি ওর স্বাভাবিক খেলাটা খেলছে। (ফিফটি করতে) ওর ৫৮ বল লেগেছে। ৪১ রানে পাকিস্তান প্রথম উইকেট হারিয়েছিল। এর পর সে যখন ব্যাটিংয়ে নামল, তখন পিচের অবস্থা খুব ভালো ছিল। ওর উচিত ছিল আরেকটু আক্রমণাত্মক ব্যাটিং করে রানপ্রবাহ বজায় রাখা। এ ধরনের ব্যাটিং পুরো দলের মধ্যে প্রতিফলিত হয়। তাই অধিনায়ক নিজেই যখন তার শটগুলো খেলতে ভয় পায়, সেটি দলের অন্যদের মধ্যেও একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে।’
মঈনের মনে হয়েছে, পাকিস্তান দল ভয় পাচ্ছিল। তিনি বলেন, ‘ওটার কারণে (বাবরের খেলার ধরন) স্পষ্ট বোঝা যাচ্ছিল পুরো দল চাপে আছে। তারা ঠিকঠাক শট খেলতে পারেনি। শট খেলতে গেলেই আউট হয়ে যাবে, ওরা এই ভয় পাচ্ছিল। কোনো ব্যাটারের মধ্যে আমি আক্রমণাত্মক মনোভাব দেখতে পাইনি।’
বিশ্বকাপ অভিযানে নিজেদের প্রথম দুই ম্যাচ জেতা পাকিস্তান ভারতের কাছে হেরে পয়েন্ট তালিকার চারে নেমে গেছে। বাবরের দলের পরের ম্যাচ শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে।
For Advertisement
Unauthorized use of news, image, information, etc published by Purbakash is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Comments: