Sunday 20 July, 2025

For Advertisement

ধনবাড়ী উপজেলার বিএনপি নেতৃবৃন্দের কর্মকান্ডে বিব্রত এলাকাবাসী

19 June, 2025 11:37:38

ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে জোরপূর্বক দলীয়  বক্তব্যপ্রদান ও অনুষ্ঠানে বিঘ্নতা সৃষ্টির অভিযোগ। 

টাঙ্গাইলের ধনবাড়িতে ঈদ পরবর্তী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি নাম নিয়ে জোরপূর্বক  মঞ্চ দখল করে দীর্ঘক্ষণ বক্তব্য প্রদান ও অনুষ্ঠান বিঘ্ন করার অভিযোগ উঠেছে। 

বিশেষভাবে মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে ধনবাড়ি উপজেলা বিএনপি সভাপতি, সেক্রেটারির নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর উচ্চ শব্দে হর্ণ বাজিয়ে আতংক সৃষ্টি করে মাঠে প্রবেশ করে মঞ্চ দখল নেয়। পুনর্মিলনীর পূর্ব নির্ধারিত অনুষ্ঠানসূচী নষ্ট করে জোর করে মাইক কেড়ে নিয়ে নিজেদের মতো রাজনৈতিক বক্তব্য শুরু করে ও স্বপন ফকিরের নামে ভোট চায়।

উপজেলা বিএনপি সভাপতি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, সেক্রেটারিসহ সবাই দীর্ঘক্ষণ বক্তব্য প্রদান করে এবং যাওয়ার সময়  দুপুরের খাবারের বাবদ টাকা চেয়ে নিয়ে যায়।

তাদের এহেন কার্যকলাপের সময় স্বনামধন্য এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীগন এবং তাদের মধ্যে অন্যতম  অবপ্রাপ্ত মেজর কাজী মনজুরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থীদের অনেক সন্তান লেফটেন্যান্ট, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার,যারা দেশের বিভিন্ন গুরত্বপূর্ণ পদে সেবা দিচ্ছে তারা তিক্ত বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল  ত্যাগ করেন। তীব্র গরমে এদিক সেদিক ঘোরাফেরা করে যা অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করে। কেউ কেউ অনুষ্ঠান ত্যাগ করে বাড়ী চলে যান। 

পাশের ইউনিয়নের ঐতিহ্যবাহী পাইস্কা উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করেও এমন অভিযোগ উঠেছে। উপজেলা সভাপতি সেক্রেটারিকে অতিথি না করায় বিএনপির অন্য নেতাকর্মীদের অতিথি করায় তাদেরকে আওয়ামিলীগ বলে প্রচার করে উপজেলা বিএনপি এবং খেলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে।

পরদিন পাইস্কা বাজারে মোটরসাইকেল শো ডাউন করে। এছাড়াও ধনবাড়ির আরও অনেক সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন ধনবাড়ি ক্লাব, চাতুটিয়া উত্তরপাড়া ক্লাব, কলেজপাড়া ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন বৃক্ষরোপন কর্মসূচিতে দলীয় প্রভাব, জোরপূর্বক অতিথি হওয়া, ব্যাক্তি নামে ভোট চাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে যা বিএনপির প্রতি জনমনে ভীতি ও ঘৃনা সৃষ্টি করছে।

For Advertisement

  • © সকল স্বত্ব পূর্বাকাশ ডটকম ২০২৩
  • অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: info@purbakash.com | মোবাইল: ০১৯১১ ০২৫৪৯৩
  • সম্পাদক ও প্রকাশক:-  খন্দকার মশিউর রহমান (সজীব), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট