Friday 5 December, 2025

For Advertisement

ইনজুরি আক্রান্তদের নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

7 September, 2023 11:34:18

বিশ্বকাপে খেলার আগে দারুণ চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবুও তারা বেশ কয়েকজন ইনজুরির শঙ্কায় পড়া ক্রিকেটারকে নিয়েই ঘোষণা করেছে তাদের ১৫ সদস্যের বিশ্বকাপের দল।

গত মাসে ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন প্যাট কামিন্সরা। সেখান থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে একদিনের সিরিজ খেলতেও এই ১৫ জন নিয়েই ভারতে আসবেন অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

ইনজুরি শঙ্কায় রয়েছে দলের সেরা চার ক্রিকেটার। স্টিভেন স্মিথ, অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েল। তবুও অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট তাদের ওপর আস্থা রেখেছে। তাদের বিশ্বাস, বিশ্বকাপের আগেই ফিট হবেন এই চার ক্রিকেটার।

বাদ পড়েছেন অলরাউন্ডার অ্যারোন হার্ডি, পেসার নাথান এলিস ও স্পিনার তানভির সাঙ্গা। বিশ্বকাপে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। দলে সুযোগ পাননি মার্নাশ ল্যাবুশেনও। লাল বলের ক্রিকেটের নির্ভরযোগ্য ব্যাটারকে সাদা বলের ক্রিকেটে দলে নেয়নি অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতত্ব দেবেন কামিন্স। নতুন বলে তার সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। চতুর্থ পেসার হিসাবে নেওয়া হয়েছে শন অ্যাবটকে। স্পিনার হিসাবে রয়েছেন অ্যাস্টন অ্যাগার এবং অ্যাডাম জাম্পা।

দলের ব্যাটিং অর্ডারে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেডরা রয়েছেন। অস্ট্রেলিয়ার দলে অলরাউন্ডার বেশি। মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিজ এবং ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে তারা। দলে দুই উইকেটরক্ষককে নেওয়া হয়েছে। তারা হলেন অ্যালেক্স ক্যারে ও জশ ইংলিশ।

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু একদিনের বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার প্রথম খেলা ৮ অক্টোবর। প্রতিপক্ষ ভারত। আরও একবার বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নেরা।

For Advertisement

  • © সকল স্বত্ব পূর্বাকাশ ডটকম ২০২৩
  • অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: info@purbakash.com | মোবাইল: ০১৯১১ ০২৫৪৯৩
  • সম্পাদক ও প্রকাশক:-  খন্দকার মশিউর রহমান (সজীব), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট