For Advertisement
লার্ন গিটার উইথ আসাদ’ স্কুলের ১০ বছর উদযাপন!

লার্ন গিটার উইথ আসাদ-এলজিডব্লিউএ স্কুলের দশম বর্ষপূর্তিতে হয়ে গেল পেশাদার গিটারিস্ট এবং তরুণ ও খুদে গিটারিস্টদের মিলনমেলা।
গত শনিবার রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় এই মিলনমেলা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, অনুষ্ঠানে এলজিডব্লিউএ-এর তরুণ ও খুদে শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে বেশ কিছু পারফরমেন্স করেন। তরুণ ও খুদে শিক্ষার্থীদের উৎসাহ জুগিয়েছেন দেশের অনেক খ্যাতনামা গিটারিস্ট এবং সঙ্গীতাঙ্গনের অনেকে।
তাদের মধ্যে ছিলেন- গিটারিস্ট লাবু রহমান, ফিডব্যাকের ড্রামার এনাম এলাহী টন্টি, বেজ গিটারিস্ট দানেশ, এলআরবির আবদুল্লাহ আল মাসুদ, ভাইকিংসের সেতু চৌধুরি, ড্রামার সায়মন মাজিদ। অনুষ্ঠানে প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করে। এলজিডব্লিউএ’র প্রতিষ্ঠাতা, ব্যান্ড দল ভাইকিংসের গিটারিস্ট হাসান আসাদ বলেন, “দেখতে দেখতে কিভাবে যেন আমরা দশম বর্ষে চলে এলাম। আমি ধন্যবাদ দিতে চাই- সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, সিনিয়র মিউজিশিয়ান, সাংবাদিক এবং সকল সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে।
“আমি স্মরণ করছি আমাদের প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে, যার গিটার বাজানো শুনে এদেশের হাজার হাজার তরুণ গিটারিস্ট হবার স্বপ্ন দেখেছে, যার কারণে গিটার যন্ত্রটি এ দেশে জনপ্রিয় হয়েছে। তিনি সব সময় আছেন, ছিলেন এবং থাকবেন- আমাদের সাথেই।” অনুষ্ঠানটির সহযোগী হিসেবে ছিল মেলেডি অ্যান্ড কোং, এলসিএলএস (সাউথ), একোস্টিকা, মেটাল ফ্রিক টি-শার্ট, ফিজিও টিউন, রএক্সপোজার, ওএম।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: