For Advertisement
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের নিন্দা

ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রধানমন্ত্রীর প্রস্তাবে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, স্বপ্রণোদিত হয়ে বন্দর ব্যবহারের প্রস্তাব স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার নামান্তর।
পীর সাহেব চরমোনাই বলেন, ভারতের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ জোরদারের নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে।
পীর সাহেব চরমোনাই বলেন, এভাবে দেশের বিভিন্ন বন্দর ব্যবহারের জন্য ভারতকে প্রস্তাব করার স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত ও বিস্মিত। ভারত বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিকে কোনভাবেই বরদাশত করছে না। বিভিন্ন অজুহাতে বিএসএফ সীমান্তে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের সাথে করা কোন চুক্তি আমলে নিচ্ছে না ভারত। তারপরও বার বার ভারতকে বিভিন্ন সুযোগ করে দেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না।
পীর সাহেব বিনা শর্তে এদেশের কোনো বন্দর ব্যবহার থেকে ভারতকে বিরত রাখার আহ্বান জানান।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: