ঈদ মোবারক
হেডলাইন
◈ আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়া ◈ নতুন ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে শিশুসহ নিহত ৩ ◈ শেখ হাসিনার সঙ্গে ফোনে যা কথা হলো এরদোগানের ◈ এবার বেনজেমাকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিল সৌদি আরবের ক্লাব! ◈ রুশদের ভয় দেখানোর চেষ্টা করছে ইউক্রেন: পুতিন ◈ আবারও শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ ◈ আদালতে হট্টগোল বিএনপিপন্থি আইনজীবীদের মারধর! ◈ আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী! ◈ নিজের ক্যারিয়ার নিয়ে যে সিদ্ধান্ত জানালেন ধোনি ◈ নির্বাচনে জিতেই বাইডেনের কাছে এফ-১৬ চাইলেন এরদোগান ◈ বিএনপি নেতা আমান ও টুকুর সাজার বিরুদ্ধে আপিলের রায় আজ ◈ মণিপুরে পুলিশের গুলিতে ৪০ ‘বিদ্রোহী’ নিহত ◈ আর সংঘাত চাই না, জীবনের উন্নতি চাই: প্রধানমন্ত্রী ◈ অবাধ সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া শুরু করেছি : ওবায়দুল কাদের ◈ অবশেষে ক্রিমিয়া সেতুতে হামলার কথা স্বীকার করল ইউক্রেন ◈ বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে: জিএম কাদের ◈ একদিনে ৮০ ডেঙ্গি রোগী হাসপাতালে ◈ সোনিয়া রাহুল ও প্রিয়াংকার বিরুদ্ধে আয়কর মামলা! ◈ দুই সপ্তাহের মধ্যে আন্দোলনের নতুন কর্মসূচি ◈ সাধারণ পাসপোর্ট পাবেন রাহুল
হোম / লাইফস্টাইল / বিস্তারিত

For Advertisement

সৌন্দর্য, শিল্পবোধ ও বাঙালি শৈলীতে নারীদের নাকফুল!

১৭ মার্চ ২০২৩, ১১:৫৬:৩৬

গলায় মালা, হাতে চুড়ি
কানে বাহারি দুল,
পায়ের নূপুর, নাকের নথ
দীঘল কালো চুল।
পরনে শাড়ি, খোপার ফুল
ঠোঁটেতে লাল রং,
চোখের কাজল নিয়েই তুমি
করো হাজার ঢং।

একসময় বাঙালি বিবাহিত নারীরাই কেবল নাকফুল পরতেন। তবে সময়ের সঙ্গে এখন বদলে গেছে নাকফুল পরার রীতিও। এখন অবিবাহিত নারী, এমনকি সব বয়সের মেয়েরা নানারকম নাকফুল পরছেন। শুধু তাই নয়, বর্তমানে ফ্যাশনের অংশ হিসেবেও নাকফুল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নাক ফোঁড়ানো না থাকলেও মন খারাপ করার কিছু নেই। সব ধরনের নাকফুল এখন পাওয়া যাচ্ছে শপিংমলে। মাঝে কিছুদিন নাকফুল পরার প্রচলন কমে গেলেও হাল ফ্যাশনে নাকফুল আবার স্থান করে নিয়েছে।

হাত খালি গলা খালি/ কন্যার নাকে নাকফুল/ সেই ফুল পানিতে ফেইলা/ কন্যা করলো ভুল-

হুমায়ূন আহমেদের এই গান কিংবা আল মাহমুদের নোলক কবিতাই আমাদের স্মরণ করিয়ে দেয় বাঙালি নারীদের এই অলংকারটি কতটা গুরুত্বপূর্ণ। নাকফুল নিয়ে কত কবিতা, কত গান রচিত হয়েছে তা দেখলেই বোঝা যায় শুধু নারীদের কাছে নয় বরং শিল্প-সাহিত্যের বিচারেও নাকফুলের কদর কতখানি। তাই সর্বদাই নারীদের পছন্দের গহনাগুলোর মধ্যে নাকফুল অন্যতম। নাকের সঙ্গে লেগে থাকা ছোট্ট কিংবা ঝুমকোর মতো এই এক টুকরো গহনা যেন নারীর সৌন্দর্য আরও অনেকাংশে বাড়িয়ে তোলে। তাই তো আকৃতি, নকশা বা রং বদলে নাকফুল বারবার ঠাঁই করে নিয়েছে মেয়েদের সাধের গহনার তালিকায়। বর্তমানে মেয়েদের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এই নাকফুল। কেননা সহজেই শাড়ি কিংবা সুতির কাপড়, কিংবা কুর্তি অথবা লেডিস পাঞ্জাবির সঙ্গে একটু ম্যাচ করেই পরে ফেলা যায় নাকফুল। আর ছোট্ট এই নাকফুল চেহারায় এনে দেয় বিশাল পরিবর্তনও। মুখের গড়ন অনুযায়ী পছন্দ ও মানানসই ছোট একটা নাকফুলই এনে দেয় চমৎকার ফ্যাশনেবল লুক।

তাই আজ আমরা আমাদের নাকফুল সমাচার সাজিয়েছি বিভিন্ন নাকফুলের ধরন, ধারণ এবং ফ্যাশন হিসেবে নাকফুলের গুরুত্ব নিয়ে।

ফ্যাশনে নাকফুল-

একসময় বাঙালি বিবাহিত নারীরাই কেবল নাকফুল পরতেন। তবে সময়ের সঙ্গে এখন বদলে গেছে নাকফুল পরার এই রীতিও। এখন অবিবাহিত নারীরাও নানারকম নাকফুল পরছেন। শুধু তাই নয়, বর্তমানে ফ্যাশনের অংশ হিসেবেও নাকফুল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ূয়া তরুণী, কর্মজীবী ও সদ্যবিবাহিতা নারীদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে নাকফুল। তাই বলাই চলে, মেয়েদের ফ্যাশনে নাকফুল খুবই পছন্দনীয়।

নাকফুল সিলেকশন

নাকফুল সিলেকশন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সবার নাকে সব ধরনের নাকফুল মানায় না। একেক ধরনের ফেসের শেপ অনুযায়ী একেক ধরনের নাকফুল সিলেক্ট করতে হয়। তাই নাক ও মুখের আকৃতির সঙ্গে নাকফুলের সমীকরণ মেলাতে পারলেই কেল্লাফতে! কারণ এই ছোট্ট একটা সিলেকশনই আপনার লুক বদলে দিতে সিদ্ধহস্ত। এই ধরুন, মুখ ছোট হলে নাকফুলও ছোট কিংবা মাঝারি হবে, আবার মুখ বড় হলে নাকফুলও হবে বড়। আবার চাইলে কাপড় ও মেকআপের সঙ্গে সামঞ্জস্য রেখেও সিলেক্ট করতে পারেন। তবে নাকফুলে বেশি ফোকাস করতে চাইলে মেকআপ হালকা করে করাই ভালো। এতে করে আপনার নাকফুলটা হাইলাইট হবে। পোশাকের সঙ্গে মিলিয়ে কিংবা ফ্যাশন ট্রেন্ড মেনে নিত্যনতুন নাকফুল বদল করতেও পছন্দ করছেন অনেকে। নাকের নথ শুধু বিয়ের কনের জন্যই- এমন গণ্ডি থেকে বেরিয়ে ঘরোয়া এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোতেও এখন মেয়েরা নাকে নথ পরছে অনায়াসে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রয়েছে বিভিন্ন প্রকারের নোজপিন। ছোট-বড় পাথরের নাকফুল, স্বর্ণের, রুপার, হীরার, অ্যান্টিকের এমন অনেক ধরনের নোজপিন মেয়েরা পরে থাকে। এ ছাড়া নথ, নোলক, নাকছাবি, নাকপাশা, ট্রাইবাল নথ ইত্যাদি আরও অনেক ধরনের গহনাই শোভা পাচ্ছে মেয়েদের নাকে।

ফ্যাশনে নথ

নথ কথাটা শুনলেই মাথায় আসে নববধূর নথের কথা। প্রাচীনকালে বিয়ের সময় নারীদের ভারী ভারী গহনা পরানো হতো। ফলে বিয়ের সাজের ক্ষেত্রে নববধূকে নথ দেওয়ার প্রচলন ছিল। তবে প্রাত্যহিক জীবনে মেয়েরা খালি নাকফুল পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। আজকাল নাকফুলের পাশাপাশি ফ্যাশন-সচেতন তরুণীরা আবারও নথের ওপরই ঝুঁকে পড়ছেন। ফ্যাশনে নাকফুলের পাশাপাশি পছন্দের তালিকায় নথও এখন অনেক আলোচনায় আছে। গোলাকার, ত্রিকোণ বা চৌকোণ বিভিন্ন ডিজাইনের নথ এসেছে বাজারে। শুধু স্বর্ণ বা স্বর্ণের মধ্যে পাথর বসানো নথেই রয়েছে বেশ কয়েকটি নকশা। এ ছাড়াও অ্যান্টিক, রুপা এবং ডায়মন্ডের নথও মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে।

ছোট পাথরের নাকফুল

বিভিন্ন রঙের এক পাথরের নাকফুল মেয়েদের নিত্যব্যবহার্য জিনিস। তাই রেগুলার ব্যবহারের জন্য এ ধরনের নাকফুল আপনিও চাইলে বেছে নিতে পারেন। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট সবকিছুর সঙ্গেই এক পাথরের ছোট নাকফুল মানানসই। যদিও সাধারণত মেয়েরা সাদা রঙের পাথরের নাকফুলই বেশি পরে থাকে। তবে বর্তমানে বাজারে এখন বিভিন্ন রঙের পাথরের নাকফুল পাওয়া যাচ্ছে। আপনি চাইলেই ড্রেসের সঙ্গে ম্যাচ করে পছন্দের রঙের নাকফুলটি সিলেক্ট করে নিতে পারেন। মেয়েরা ফ্যাশনে নাকফুল ব্যবহারের ক্ষেত্রে ছোট পাথরের নাকফুলই বেশি পছন্দ করে।

ফ্যাশনে টিপ নাকফুল

নাকফুল পরতে সব মেয়েরাই পছন্দ করে। আর ফ্যাশন-সচেতন তরুণী হলে তো কথাই নেই। উপরন্তু ট্র্যাডিশনাল সাজ দিলে নাকফুল না পরলে সাজটা যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু নাক ফোঁড়াতে অনেকেই পছন্দ করে না। আবার অনেকে ব্যথা পাওয়ার ভয়েও নাক ফোঁড়ায় না। কিন্তু তাই বলে নাকফুল পরবে না এটা কি কোনো কথা? তাই সেসব রমণীর জন্য আজকাল বাজারে অনেক ধরনের টিপ নাকফুল পাওয়া যাচ্ছে। তাই যারা নাক ফোঁড়াননি, তারাও এখন খুব সহজেই নিজের নাকফুল পরার শখ পূরণ করে নিতে পারছেন।

ফ্যাশনে নাকপাশা

নাকপাশার প্রচলন সর্বপ্রথম দেখা যায় সিন্ধু সভ্যতায়। সিন্ধু নারীদের মধ্যে তখন নাকপাশা পরার প্রচলন ছিল। নাকপাশা সাধারণত একটু বড় আকারের হয়ে থাকে। মূলত সোনালি রঙের নাকপাশাই অধিক মানানসই। কিন্তু বিভিন্ন ধরনের নাকপাশা আজকাল বাজারে পাওয়া যাচ্ছে। যাদের নাক এবং ফেস একটু বড়, তাদের এই ধরনের পাশাগুলো বেশি মানাবে। ফেস ছোট হলে এই নাকপাশাগুলো ব্যবহার না করাই ভালো।

ফ্যাশনে মারাঠি নথ

এই নথটি মূলত মারাঠি মেয়েরা পরলেও আজকাল ফ্যাশন জগতে এটি খুব ট্রেন্ডি। মারাঠি নথের মূল আর্কষণ হলো, এটি স্বর্ণ, মুক্তা ও লাল-সবুজ পাথর দিয়ে তৈরি। এককালে নাক ফোঁড়ানো না থাকলে এ নথ পরাই সম্ভব ছিল না। তবে সে সমস্যার সমাধান এনেছে এখন ফলস মারাঠি নথ। ফলে ফ্যাশন ও ট্রেন্ডি লুকে যারা নিজেদের সাজতে চান, তারা এখন যখন খুশি পরতে পারেন এ রকম নথ।

ফ্যাশনে ব্রাইডাল নথ

বিয়ের সময় নববধূর নথ পরা অতি প্রাচীন রীতি। আর এজন্য বিয়ের গহনায় নথের আবেদনই সবচেয়ে বেশি থাকে। বউ সাজবেন আর নথ পরবেন না তা কি হয়? বিয়ের সবচেয়ে আকর্ষণীয় গহনা হচ্ছে ব্রাইডাল নথ। কনের নাকে একবিন্দু ঝকমকে নথ চারদিকের আলো আরও বাড়িয়ে দেয়। ব্রাইডাল নথ হিসেবে এখন বিভিন্ন ধরনের নথ ব্যবহূত হচ্ছে। তবে ওভারসাইজড নথের চাহিদা এখন একটু বেশি। হেভি নথ না পরতে চাইলে ছোট নথেও নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন। তবে মুখের আকার অনুযায়ী নথ সিলেক্ট করাই সবচেয়ে ভালো।

মডেল- সারাহ জাবিন অদিতি

For Advertisement

পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: