For Advertisement
অবশেষে পশ্চিমতীর থেকে অবরোধ তুলে নিল ইসরাইল

অবশেষে অধিকৃত পশ্চিমতীর থেকে অবরোধ প্রত্যাহার করল ইসরাইল। চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান-ইসরাইলি এক যুবক ইলান গ্যানেসেলকে (২৬) হত্যার প্রতিক্রিয়ায় তিন দিন ধরে ফিলিস্তিনের শহর জেরিকোতে অবরোধ করে রেখেছিল তেলআবিব। ইসরাইলের দাবি, সেই অপরাধীকে হত্যা করা হয়েছে, তাই তুলে নেওয়া হয়েছে অবরোধ।
বুধবার বিকালে জেরিকোর আকাবেত জাবের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে ইসরাইলি বাহিনী। নিহত যুবকের নাম মাহমুদ জামাল হাসান হামদান (২২)। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতাবস্থায় বৃহস্পতিবার মাহমুদ জামালের মৃত্যু হয়।
জামাল হত্যার প্রতিবাদে এদিন জেরিকোজুড়ে একটি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ইসরাইলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথের চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলে। যদিও ইসরাইলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতে তল্লাশিচৌকি বসানো হয়েছিল। তার সাজা হওয়ায় এসব সরিয়ে ফেলা হয়েছে।
অধিকৃত জেরিকো শহরের কাছে একটি হাইওয়েতে সোমবার এক ফিলিস্তিনির গুলিতে নিহত হন সাবেক ইসরাইলি সেনা সদস্য ইলান। পশ্চিমতীরের নাবলুসের দক্ষিণে হুওয়ারা এবং অন্য ফিলিস্তিনি গ্রামগুলোতে শতাধিক ইহুদি বসতি স্থাপনকারী তাণ্ডব চালানোর জের ধরে নিহত হন ইলান।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: