For Advertisement
তুরস্ক-ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৩
তুরস্ক ও ইরান সীমান্তে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দেশ দুটির সীমান্তবর্তী এলাকায় এ কম্পন অনুভূত হয়। এ ঘটনায় তিনজন নিহত এবং ৩০০ জনের বেশি লোক আহত হয়েছেন।
রোববার রাষ্ট্রীর সংবাদমাধ্যমের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত খোয় শহরের বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা প্রধানের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই সংখ্যা জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ভূমিকম্প যে এলাকায় আঘাত হেনেছে, সেসব এলাকা বরফে ঢাকা পড়েছে এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
ভূতাত্ত্বিকভাবে ইরান ভূকম্পন প্রবণ এলাকায় হওয়ায় গত কয়েক বছর ইরানে বেশ কয়েকবার ভূমিকম্প আঘাত হানে।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: