For Advertisement
নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৪০

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে পশুপালকদের একটি দলের ওপর বোমা হামলায় ৪০ জন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার দেশটির নাসারাওয়ার গভর্নর আবদুল্লাহি সুলে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
আবদুল্লাহি সুলে বলেন, নাসারাওয়া ও বেনু রাজ্যের সীমান্তবর্তী গ্রাম রুকুবিতে বুধবারের হামলায় ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠি এই হামলার দায় স্বীকার করেনি।
সুলে বুধবার রাতে আরাইজ নিউজ টেলিভিশনকে বলেন, আগে গুজব উঠেছিল বিমানবাহিনী বোমা হামলা চালিয়েছে কিন্তু এখন আমরা জানতে পেরেছি ওই এলাকার ওপর দিয়ে বিমানবাহিনীর কোনো বিমান উড়েনি।
বিমানটি কে পরিচালনা করছে তা উল্লেখ না করে সুলে বলেন, এটি একটি ড্রোন ছিল যেটি এলাকার ওপর দিয়ে উড়ে যায় ও বোমা ফেলে। পশুপালকদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ জানায়, বোমাটি নাইজেরিয়ার সামরিক বিমান থেকে ফেলা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: