For Advertisement
হ্যাটট্রিক জয়ের পর এক হারে বিপদে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের তিন ম্যাচে অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় বাংলাদেশ।
শনিবার সুপার সিক্সের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে বিপদে পড়ে যায় দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দলটি।
এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ছয় উইকেটে ১০৬ রান করে।
টার্গেট তাড়ায় ৩৩ রানে চার উইকেট হারানোর পরও সাত বল বাকি থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই হারে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণ বেশ জটিল হয়ে গেল।
২৫ জানুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১০৬/৬ রান (সুমাইয়া আক্তার ২৪, আফিয়া প্রত্যাশা ২১, স্বর্ণা আক্তার ২০; কায়লা রেইনেকে ৪/১৯)।
দক্ষিণ আফ্রিকা: ১৮.৫ ওভারে ১০৮/৫ রান (ম্যাডিসন ল্যান্ডসমান ৩৭, কারাবো মেসো ৩২* ও সিমন লরেন্স ২৬; রাবেয়া খান ৩/১৮)।
ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ নারী দল ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : ম্যাডিসন ল্যান্ডসমান (দক্ষিণ আফ্রিকা)।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: