For Advertisement
শান মাসুদ ভাইস ক্যাপ্টেন, কড়া সমালোচনা আফ্রিদির

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন ওয়ানডে ম্যাচে শান মাসুদকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনীত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি। খবর ক্রিকেট পাকিস্তানের।
আফ্রিদি বলেছেন, ‘শান মাসুদের নাম আমিও প্রস্তাব করিনি, বাবর আজমও প্রস্তাব করেনি। সুতরাং তাকে ভাইস ক্যাপ্টেন বানানোর কোনো প্রশ্নই আসে না। পিসিবির উচিত ছিল যোগ্য কাউকে এ দায়িত্ব দেওয়া।’
এ সময় তিনি দাবি করেন, নাজাম শেঠি নিজে শান মাসুদের নাম ঘোষণা করেছেন।
পাকিস্তানের স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আফ্রিদি। তিনি আরও বলেন, ‘পিসিবি নির্বাচক হিসেবে আমাকে আরও কয়েক দিন রাখতে চেয়েছিল কিন্তু আমার পক্ষে দায়িত্ব পালন সম্ভব নয়। আমার আরও অনেক কাজ আছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী দুটি ম্যাচে পাকিস্তান ওয়ানডে দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন শান মাসুদ।
সাক্ষাৎকারকালে আফ্রিদি তিন ফরম্যাটে ভিন্ন তিনজন অধিনায়ক নিয়োগ সম্পর্কে বলেন, ‘আমি মনে করি বাবর আজম একাই তিন ফরম্যাটের জন্য যোগ্য। তাকে অবস্থার উন্নতির জন্য আরেকটু সময় দেওয়া উচিত। তিন ফরম্যাটে তিনজন ক্যাপ্টেনের পক্ষপাতী আমি নই।’
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: