For Advertisement
নৌকায় এক মাস ধরে ভাসছিল অর্ধশতাধিক রোহিঙ্গা

এক মাস সমুদ্রে ভেসে থাকার পর অর্ধশতাধিক রোহিঙ্গা শরণার্থী নষ্ট ইঞ্জিনের একটি কাঠের নৌকায় চেপে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের এক সৈকতে পৌঁছেছে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার সকালে ভেসে আসা এসব রোহিঙ্গা সবাই পুরুষ। এক মাস সমুদ্রে কাটানোর কারণে তারা ক্ষুধার্ত ও দুর্বল ছিল। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ পুলিশের স্থানীয় মুখপাত্র উইনারডি বার্তা সংস্থা এএফপিকে জানান, রোববার সকালে ৫৭ জনকে নিয়ে আসা একটি নৌকা আচেহ প্রদেশে পৌঁছেছে। নৌকাটির ইঞ্জিন নষ্ট ছিল, বাতাস এটিকে আচেহ বাসার জেলার লাডং গ্রামের তীরে নিয়ে আসে।
রোহিঙ্গারা তাদের জানান, তারা এক মাস ধরে সমুদ্রে ভাসছিলেন।
তবে এসব রোহিঙ্গা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসমান দেড়শতাধিক শরণার্থীর অংশ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ, মিয়ানমার না অন্য কোথাও থেকে তারা যাত্রা শুরু করেছিল, তাও জানা যায়নি।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: