For Advertisement
তুরস্কে ১৫ কোটি ব্যারেলের নতুন তেলের খনি আবিষ্কার

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের গাবার পার্বত্য এলাকায় একটি নতুন তেলের খনি আবিষ্কার করা হয়েছে।
নতুন এ খনিতে ১৫ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।মজুদ এ মূল্য ১২০০ কোটি ডলার।
তুর্কি মন্ত্রিসভার বৈঠকে গত সোমবার এ তথ্য জানান প্রেসিডেন্ট এরদোগান।খবর আরটিআরের।
তিনি বলেন, তুরস্কের সমুদ্র উপকূলের বাইরে যে দশটি তেলক্ষেত্র রয়েছে এই খনিটি তার অন্যতম।
এরদোগান বলেন, আমরা এই খনির চারটি কূপ থেকে প্রতিদিন খুবই উন্নত মানের পাঁচ হাজার ব্যারেল তেল উৎপাদন করতে পারব।
তিনি জানান, তুরস্ক ২০২১ সালে আরও যেসব তেলক্ষেত্র আবিষ্কার করেছে সেখান থেকে ৭১০ কোটি ব্যারেল তেল রিজার্ভে যুক্ত হবে।
এরদোগান বলেন, তুরস্ক দৈনিক তেলের উৎপাদন বাড়িয়ে এক লাখ ব্যারেলে নেয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি সমুদ্রে তেল-গ্যাসের অনুসন্ধান জোরদার করবে।
তুরস্ক এই মুহূর্তে জ্বালানির জন্য রাশিয়া এবং ইরানের ওপরে নির্ভরশীল। এর মধ্যে শুধু রাশিয়া থেকেই শতকরা ৪৪ ভাগ গ্যাস আমদানি করে থাকে আঙ্কারা।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: