For Advertisement
কে সেরা, রোনাল্ডো না মেসি? যা বললেন ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী’ ফুটবলার

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজ নিজ দেশের হয়ে দীর্ঘদিন ধরে সেরা খেলাটাই উপহার দিয়ে যাচ্ছেন। দুই দলের নিউক্লিয়াস তারা।
প্রায় একই সময় ধরে দাপটের সঙ্গে ফুটবল বিশ্বকে শাসন করে যাচ্ছেন এই দুজন।
রোনাল্ডো ও মেসির মধ্যে সেরা কে? এর উত্তর নিয়ে ধন্দে গোটা দুনিয়া। এই বিতর্কে গোটা বিশ্ব দ্বিভাবিভক্ত।
তবে ‘পৃথিবীর সবচেয়ে সুদর্শনী’ ফুটবলারের এই নিয়ে কোনো ধন্দ নেই। একবারে তিনি জানিয়ে দিয়েছেন সেরা ফুটবলার কে?
আনা মারিয়া মারকোভিক জানালেন, ‘সিআর৭’ সেরা খেলোয়াড়।
সম্প্রতি ক্রোয়েশিয়ার এই ফুটবলারকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন সেরা ফুটবলার কে? লিয়োনেল মেসি, না কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
জবাবটা সোজাসুজি দিয়েছেন আনা। কেন তার প্রিয় রোনাল্ডো, সেই ব্যাখ্যাও দিয়েছেন। আনা বলেন, আমার সব থেকে প্রিয় ফুটবলার হলেন রোনাল্ডো। কারণ তিনি অসম্ভব শৃঙ্খলাপরায়ণ। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, তুমি তোমার সবটাই খেলায় দেবে।
আনার জন্ম ১৯৯৯ সালের ৯ নভেম্বর। ক্রোয়েশিয়ায়। এখন জাতীয় দলের হয়েই খেলেন তিনি। সুইজ়ারল্যান্ডের উইমেনস সুপার লিগ ক্লাবের হয়ে খেলেন তিনি।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: