For Advertisement
খেলা নিয়ে বিতন্ডা- আর্জেন্টিনার সমর্থকের হাতে ব্রাজিলিয়ান সমর্থক খুন!

চাঁদপুরে বিশ্বকাপ খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে মডেল থানা পুলিশ। সামান্য ঘটনার জেরে ব্রাজিলের সাপোর্টার বন্ধুকে ছুরিকাঘাত করে আর্জেন্টাইন সমর্থক।
সোমবার (২৮ নভেম্বর) দিনগত রাতে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের দক্ষিণ নানুপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত মেহেদী হাসান (১৭) স্থানীয় হেলাল উদ্দিনের ছেলে। অভিযুক্ত বরকত বেপারী (১৮) একই এলাকার ফরিদ বেপারীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বন্ধু ব্রাজিল সমর্থক অন্য বন্ধু আর্জেন্টিনার সমর্থক। রাতে ব্রাজিলের সমর্থক মেহেদী হাসান ও আর্জেন্টিনার সমর্থক বরকত বেপারী বিশ্বকাপ খেলা নিয়ে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে বরকত বন্ধু মেহেদীকে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।মেহেদী হাসানের বাবা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ পূর্বাকাশকে বলেন, ঘাতককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: