For Advertisement
বিদ্যুৎকেন্দ্রে হামলা গণহত্যার শামিল: ইউক্রেন

ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা গণহত্যার শামিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রসিকিউটর জেনারেল এন্ড্রি কস্টিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইউক্রেনজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা পরিকল্পিত এবং আত্মসমর্পণ করতে বাধ্য করার চেষ্টার অংশ। রাশিয়া ইউক্রেনের এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
জাতিসংঘের গণহত্যাবিষয়ক সংজ্ঞায় (জেনেভা কনভেনশন অনুসারে) বলা হয়েছে— একটি জাতি, কোনো গোষ্ঠী, ধর্মীয় বা বর্ণের গোষ্ঠীকে পুরোপুরি বা আংশিক ধ্বংসের অভিপ্রায়ে হামলাকে গণহত্যা বলা যাবে।
রাশিয়ার সাম্প্রতিক হামলার পর ইউক্রেনের কোটি মানুষ হিমশীতল আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ১৪টি অঞ্চল ও রাজধানী কিয়েভে এখন সীমিতভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রসিকিউটর জেনারেল আরও বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলার পাশাপাশি ১১ হাজার ইউক্রেনীয় শিশুকে জোর করে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, তার কার্যালয় ৪৯ হাজার যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অপরাধের তদন্ত করছে। রাশিয়ার দখলকৃত সব অঞ্চলে একই ধরনের আচরণ দেখা গেছে।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: