For Advertisement
সোহরাওয়ার্দীর প্রবেশপথে তল্লাশি, মোড়ে মোড়ে চেকপোস্ট!

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্যানের আশপাশের প্রতিটি মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সেখানে সন্দেহজনক কাউকে দেখলে চলছে তল্লাশি। এছাড়া উদ্যানের প্রতিটি প্রবেশপথে লোহার বেড়া দিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখানেও করা হচ্ছে তল্লাশি।
নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বাড়তি সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। র্যাব, পুলিশ, ডিবি, সিআইডি, বোম্ব ডিসপোজাল ইউনিট, রায়ট কার, এপিসি, ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার কাজে ব্যবহৃত সব আধুনিক সরঞ্জাম মোতায়েন রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেনা সদস্যদের অবস্থানও দেখা গেছে বিভিন্ন স্থানে।
ডিএমপি বলছে, সমাবেশে সারাদেশ থেকে নেতাকর্মীরা আসছেন। প্রায় ১০ লাখ লোকের সমাবেশ হবে বলে আশা করা হচ্ছে। এ কারণে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।পোশাকধারী পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা সাদাপোশাকে রয়েছেন। সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং করছে।এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার পূর্বাকাশকে বলেন, যেকোনো ধরনের অবস্থা মোকাবিলায় ডিএমপি প্রস্তুত রয়েছে। সাদাপোশাকে পুলিশ সমাবেশ স্থল ও আশপাশে অবস্থান করবে। টহল টিম সার্বক্ষণিক কাজ করবে।
উদ্যানের আশপাশে কয়েকটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, সেগুলো থেকে গতিবিধি মনিটর করা হবে। পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সেখান থেকেও নির্দেশনা দেওয়া হবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়।ডিএমপির সদস্য ছাড়াও ঢাকা জেলা পুলিশ ও গাজীপুর, নারায়ণগঞ্জের পুলিশ সদস্যরা নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। তবে হাফিজ আক্তার আরও বলেছেন, মহাসমাবেশ ঘিরে কোনো থ্রেট নেই, জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, র্যাবের গোয়েন্দা দলসহ ঢাকার চারটি ব্যাটালিয়ন এবং আশপাশের র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন। র্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে র্যাবের হেলিকপ্টার উইং।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: