হেডলাইন
◈ পদোন্নতি নিয়ে সোনালী ব্যাংকে কর্মী অসন্তোষ ◈ ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পার্লামেন্টে আবেদন শাহবাজের ◈ সৌদিতে নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে ◈ ‘যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র রাশিয়ার আছে’ ◈ রমজানে আন্দোলন থেকে জনগণকে নিস্তার দিন, বিএনপিকে প্রধানমন্ত্রী ◈ রিজেন্টের সাহেদের জামিন স্থগিত থাকবে: আপিল বিভাগ ◈ লার্ন গিটার উইথ আসাদ’ স্কুলের ১০ বছর উদযাপন! ◈ আজ মহান স্বাধীনতা দিবস ◈ গ্রেফতারকৃত যুবদল সম্পাদক মুন্না বাসায় পরিদর্শনে যুবদল নেতৃবৃন্দ ◈ সালমান খানের নিরাপত্তায় যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ ◈ ফেসবুকে দেশবাসীর কাছে যা চাইলেন আরাভ খান ◈ হাইকমান্ডের নজরদারিতে বিএনপির আরও ১১ কেন্দ্রীয় নেতা ◈ ধর্ষণের অভিযোগ ও মামলা, অস্ট্রেলিয়া থেকে যা বললেন শাকিবের আইনজীবী ◈ বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ◈ প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের নিন্দা ◈ এবার দুবাইয়ে আরাভ খানের খোঁজে পুলিশ ◈ এটিএমে টাকা ঢুকানোর সময় জাল নোট পরীক্ষা করার নির্দেশ ◈ সাজানো নির্বাচনি ফাঁদে আর পা দেবে না জনগণ: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে যে নামে এনআইডি ছিল আরাভ খানের ◈ একতরফা নির্বাচন – সুপ্রিমকোর্ট বারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ!
হোম / খেলাধুলা / বিস্তারিত

For Advertisement

আম্পায়ারিং নিয়ে আইসিসির কাছে যাবে বিসিবি

৪ নভেম্বর ২০২২, ৮:৫০:১৪

২০১৬ টি ২০ বিশ্বকাপে বেঙ্গালুরুতে বাংলাদেশ-ভারত ম্যাচ। তার আগেরদিনই নিষেধাজ্ঞা এলো পেসার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বোলিংয়ের ওপর। তারা খেলতে পারবেন না।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেদিন কেঁদেছিলেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। তবে তাসকিনকে ছাড়াই সেই ম্যাচ প্রায় জিতে গিয়েছিল বাংলাদেশ। শেষ তিন বলে এক রান নিতে না পেরে অবিশ্বাস্য হারটি মুশফিক-মাহমুদউল্লাহদের হয়তো আজীবন পীড়া দেবে।

বার তাসকিন আহমেদকে কোনো আইনে বাইরে রাখা যায়নি। আর পরিণত তাসকিন অসাধারণ বোলিং করেছেন। চার ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান। এবার তাসকিন থাকতেই জন্ম হলো আরেকটি দুঃখগাথার। এবার শেষ পাঁচ ওভারে বাংলাদেশ মেলাতে পারেনি ৫২ রানের সমীকরণ। অ্যাডিলেডে শেষ বলে পাঁচ রানের হৃদয়ভাঙা হারের পর এবার আলোচনায় বাজে আম্পায়ারিং। আইসিসির কাছে এ বিষয়ে জানতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসান সাধারণত সংবাদ সম্মেলনে এতটা আফসোস করেন না। ভারতের বিপক্ষে বারবার এভাবে তীরে এসে তরী ডোবায় হতাশ দলের সবাই। লিটন দাসের আলো ছড়ানো ইনিংস, তাসকিনের দারুণ বোলিং বিফলেই গেল। ফেক ফিল্ডিংয়ের জন্য ভারতের পাঁচ রান কাটা গেলেও ম্যাচটি বাংলাদেশের হয়ে যেত। বাংলাদেশের রান তাড়ায় সপ্তম ওভারে ফেক ফিল্ডিং করেছিলেন বিরাট কোহলি। বিষয়টি তাৎক্ষণিক আম্পায়ারকে জানানো হলেও প্রাপ্য পাঁচ রান পেনাল্টি পায়নি বাংলাদেশ।

বারবার এমন আফসোস পোড়ানো ম্যাচে হতাশ হতেও যেন ভুলে যাচ্ছে বাংলাদেশ। যেমন বৃষ্টির পর মাঠ খেলার উপযোগী ছিল কিনা জানতে চাইলে সাকিব বলেন, ‘না খেলে কী উপায় আছে।’ এরপর তিনি বলেন, ‘এখানে আম্পায়ার যা বলবেন সেটাই সঠিক সিদ্ধান্ত। আমরা দুদল নিজেদের খেলা খেলেছি। ম্যাচটা ভালো হয়েছে তাতেই খুশি।’

সাকিবের অভিব্যক্তিতে অনেক কিছুই ফুটে উঠছিল। অধিনায়ক হওয়ায় বাজে আম্পায়ারিং নিয়ে সরাসরি কিছু বলতে পারেননি। তবে কয়েকজন খেলোয়াড় খুবই রাগান্বিত হয়ে মাঠ ছাড়েন। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘আমরা তো খেলোয়াড়, কিছু বলতে পারি না। আপনারা কেন বলেন না?’

তাসকিনের ভাগ্যটাই আসলে খারাপ। তার বোলিংয়ে ক্যাচ মিস হওয়া যেন নিয়তি। এমন হারের পর বেশি আবেগতাড়িত হয়েছিলেন তাসকিনই। কারণ ব্যাটিংয়েও তিনি সমর্থন দিয়েছেন ঠিকঠাক। তবে বিসিবি বিষয়টা হজম করতে পারছে না।

মঙ্গলবার ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্ট নিজেদের মধ্যে আলোচনা করেছে কী করা যায়। ফল হওয়া ম্যাচে আর কিছু করার থাকবে না ঠিকই কিন্তু আম্পায়ারিং নিয়ে আইসিসির কাছে জানতে চাইবে বিসিবি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস কাল টিম হোটেলে বলেন, ‘আমরা আইসিসির কাছে আম্পায়ারিং নিয়ে জানতে চাইব।’ হারের মতো এই জানতে চাওয়াটাও হয়তো আরেকটি আফসোসের উপলক্ষ্য হয়ে থাকবে…।

For Advertisement

পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: