For Advertisement
যে পরিমাণ শস্য রপ্তানি করেছে ইউক্রেন

রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান শুরুর পর কৃষ্ণসাগর দিয়ে শস্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে ইউক্রেনের বিভিন্ন সমুদ্রবন্দরে ২০ লাখ টন খাদ্যশস্য আটকা পড়েছে। খবর বিবিসির।
বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রপ্তানির চুক্তি হয়।
এ চুক্তির আওতায় গত ১ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ৯৩ লাখ টন ইউক্রেনের খাদ্যশস্য কৃষ্ণসাগরের করিডোর দিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
গত শনিবার রাতে কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর এ করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ করে দেয় রাশিয়া।
এ হামলায় ইউক্রেনের সঙ্গে ব্রিটেনকেও দায়ী করেছে মস্কো। রোববার থেকে রাশিয়াকে শস্য রপ্তানি চুক্তিতে ফিরে আসার অনুরোধ জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও তুরস্ক।
তারই ধারাবাহিকতায় সোমরার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে একই অনুরোধ জানিয়েছে।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়া এ চুক্তি থেকে সরে দাঁড়ালেও মস্কোকে রাজি করাতে আঙ্কারার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে সোমবার রাশিয়া বলেছে, শস্য রপ্তানি চুক্তি মস্কো স্থগিত করার পর কৃষ্ণসাগরের নিরাপত্তা করিডোর দিয়ে জাহাজ চলাচল ‘অগ্রহণযোগ্য’।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: