For Advertisement
ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন হার্টঅ্যাটাকে এক সমর্থকের মৃত্যু

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসর। রোববার ছিল ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সন্ধ্যায় শুরু হয় ম্যাচটি। টান টান উত্তেজনার ম্যাচে শেষ বলে জয় পেয়েছে ভারত। এ ম্যাচ চলাকালীন হার্টঅ্যাটাকে এক ভারতীয় সমর্থকের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া সমর্থকের নাম বিটু গগৈ। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের শিবসাগর জেলায়।
এদিন সেখানকার একটি সিনেমা হলে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আয়োজন করা হয়েছিল। সেখানে বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন বিটু।
ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন ৩৪ বছর বয়সি বিটু। এর পর বন্ধুরা তাকে ধরাধারী করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ হিসেবে ডাক্তাররা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্ট তথা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
তার বন্ধুরা জানান, ওই হলে তিল ধারণের ঠাঁই ছিল না। প্রচুর লোক সমাগম হয়েছিল। ম্যাচের শেষ মুহূর্তে প্রচুর চিৎকার-চেচামেচি চলছিল। ডাক্তারদের মতে, ম্যাচের টানটান উত্তেজনা, হলের চিৎকার-চেচামেচি, গরম ও অক্সিজেন স্বল্পতার কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকতে পারে।
অবশ্য এ ঘটনার তদন্ত শুরু করেছে শিবসাগর জেলা পুলিশ।
সূত্র: গলফ নিউজ
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: