For Advertisement
মাইকোলাইভে রাশিয়ার হামলা

দক্ষিণ দিকের শহর মাইকোলাইভে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এ হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত শহরটি খেরসনের সম্মুখভাগ থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রতক্ষ্যদর্শীদের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার চালানো এ হামলায় অ্যাপার্টমেন্ট ভবনের সবচেয়ে উঁচু তলাটি পুরোপুরি ধসে যায়। হামলার পর ধ্বংসাবশেষ এবং শার্পনেল পার্শ্ববর্তী ভবনগুলোতে গিয়ে পড়ে।
হামলার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খেরসন থেকে এখন বেসামরিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। আর এমন সময়ই খেরসনের পাশের শহরে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটল।
খেরসন সিটির দিকে ইউক্রেনের সেনারা এগিয়ে আসায় সেখান থেকে বেসামরিকদের কোনো বিলম্ব ছাড়া সরে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। এখন পর্যন্ত সেখান থেকে ২৫ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে তারা।
সূত্র: আল জাজিরা
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: