For Advertisement
বিশ্বকাপে এবার প্রথম হ্যাটট্রিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন।
মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ১৫তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে ভানুকা রাজাপক্ষে, চারিত আসালঙ্কা ও লংকান অধিনায়ক দাসুন শানাকাকে আউট করে হ্যাটট্রিক করেন মেইয়াপ্পন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন আমিরাতের এই লেগ স্পিনার।
২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। গত বছরের বিশ্বকাপে তিনটি হ্যাটট্রিক হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা হ্যাটট্রিক করেন।
মেইয়াপ্পনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম হ্যাটট্রিক করেন।
মঙ্গলবার আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫২ রান করে শ্রীলংকা। ৬০ বলে ৭৪ রান করেন ওপেনার পাতুম নিশাঙ্কা। এছাড়া ২১ বলে ৩৩ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। আমিরাতের লেগ স্পিনার মেইয়াপ্পনে ১৯ রানে ৩ উইকেট শিকার করেন। ২ উইকেট নেন জহুর খান
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: