For Advertisement
ফের অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটল ভারতের শোবিজঅঙ্গনে। ২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার হয়, আত্মহত্যা বলে জানালেও তার মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি এখনও।
আর সেই আত্মহত্যার পর বলিউড, টালিউড, টলিউড ও হিন্দি সিরিয়ারের বেশ কয়েকজন অভিনয়শিল্পীদের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।
এবার সেসব অপমৃত্যুর তালিকা যুক্ত হয়েছেন ভারতের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করে (২৬)।
রোববার সকালে মধ্যপ্রদেশ রাজ্যে নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৈশালীর ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়ার কারণে এটিকে আত্মহত্যা ধারণা করছে পুলিশ। নোটে প্রেমঘটিত বিষয়ের পাশাপাশি অন্যান্য কিছু অশান্তির কথা লেখা রয়েছে।
‘সসুরাল সিমার কা’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় মুখে পরিণত হন বৈশালী। এ ছাড়া একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হে’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন বৈশালী। ২০১৬ পর্যন্ত ধারাবাহিকটিতে অভিনয় করেন। এরপর ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমার কা’-এর মতো দর্শকপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা গেছে। সর্বশেষ ‘রক্ষাবন্ধন’ টিভি শোতে তাকে দেখা গিয়েছিল।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: