For Advertisement
দ্রোহের কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর আজ জন্মদিন!

আজ ১৬ অক্টোবর কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-র জন্মদিন।
‘এত সহজেই ভালোবেসে ফেলি কেন?
জানি না আমার রক্তে আছে কি নেশা!’
- উল্টো ঘুড়ি
‘অভিমানের খেয়া’ ভাসিয়ে নিজের শরীরের সাথে নিজেই অত্যাচার করে কবি চলে গিয়েছিলেন। তসলিমা নাসরিনের সাথে বিবাহ বিচ্ছেদের পরই তাঁর লাইফস্টাইলে পরিবর্তন আসতে থাকে। শরীর ভাঙতে থাকে প্রচণ্ড অনিয়মে। ডাক্তারের কথা শোনেননি। আমরা অকালে হারিয়েছি বাংলা কবিতার অনন্য প্রতিভার এক কবিকে।
জন্ম ১৬ অক্টোবর ১৯৫৬। মিঠাখালি, মংলা। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। জাতীয় বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন।
তাঁর কাব্যগ্রন্থ :
উপদ্রুত উপকূল (১৯৭৯), ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১), মানুষের মানচিত্র (১৯৮৬), ছোবল (১৯৮৬), গল্প (১৯৮৭), দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮), মৌলিক মুখোশ (১৯৯০)।
গল্প, কাব্যনাট্যর পাশাপাশি গানও লিখেছেন। ১৯৯৫ সালে মতিন রহমানের বাণিজ্যিক ছবি ‘তোমাকে চাই’-তে অমর নায়ক সালমান শাহ-র লিপে কবির ‘ভালো আছি ভালো থেকো’ গানটি ব্যবহৃত হয়।
ভালো আছি… ভালো থেকো…..
আকাশের ঠিকানায় চিঠি লিখো….
পূর্বাকাশ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই প্রিয় কবিকে….
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: