হেডলাইন
◈ পদোন্নতি নিয়ে সোনালী ব্যাংকে কর্মী অসন্তোষ ◈ ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পার্লামেন্টে আবেদন শাহবাজের ◈ সৌদিতে নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে ◈ ‘যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র রাশিয়ার আছে’ ◈ রমজানে আন্দোলন থেকে জনগণকে নিস্তার দিন, বিএনপিকে প্রধানমন্ত্রী ◈ রিজেন্টের সাহেদের জামিন স্থগিত থাকবে: আপিল বিভাগ ◈ লার্ন গিটার উইথ আসাদ’ স্কুলের ১০ বছর উদযাপন! ◈ আজ মহান স্বাধীনতা দিবস ◈ গ্রেফতারকৃত যুবদল সম্পাদক মুন্না বাসায় পরিদর্শনে যুবদল নেতৃবৃন্দ ◈ সালমান খানের নিরাপত্তায় যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ ◈ ফেসবুকে দেশবাসীর কাছে যা চাইলেন আরাভ খান ◈ হাইকমান্ডের নজরদারিতে বিএনপির আরও ১১ কেন্দ্রীয় নেতা ◈ ধর্ষণের অভিযোগ ও মামলা, অস্ট্রেলিয়া থেকে যা বললেন শাকিবের আইনজীবী ◈ বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ◈ প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের নিন্দা ◈ এবার দুবাইয়ে আরাভ খানের খোঁজে পুলিশ ◈ এটিএমে টাকা ঢুকানোর সময় জাল নোট পরীক্ষা করার নির্দেশ ◈ সাজানো নির্বাচনি ফাঁদে আর পা দেবে না জনগণ: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে যে নামে এনআইডি ছিল আরাভ খানের ◈ একতরফা নির্বাচন – সুপ্রিমকোর্ট বারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ!
হোম / খেলাধুলা / বিস্তারিত

For Advertisement

দুবার জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারলেন না লিটন দাস

৯ অক্টোবর ২০২২, ১২:৫৭:০১

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না বাংলাদেশ দল।

ক্রাইস্টচার্চে রোববার সেই জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে টাইগাররা।

তবে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেই নড়বড়ে শুরু বাংলাদেশের। মিরাজের পর আউট হয়ে ফিরে গেলেন অভিজ্ঞ তারকা ব্যাটার লিটন দাস। তার ব্যাট থেকে এসেছে  দুই বাউন্ডারিতে ১৩ বলে ১৫ রান। ৮ম ওভারে মিচেল ব্রাসনানের বলে সফ্ট ডিসমিসাল হন লিটন।

এর আগে দুবার জীবন পান লিটন দাস। শূন্য রানেই ফিরতে পারতেন লিটন। কিউইদের বাজে ফিল্ডিংয়ে প্রথম জীবন পান তিনি।

ট্রেন্ট বোল্টের করা তৃতীয় ওভারের শেষ বলটি কাভার ড্রাইভ করে মাটিতে রাখতে পারেননি লিটন। উড়ে যাওয়া বল ধরতে ঝাঁপিয়ে পড়েন কাভারের ফিল্ডার জিমি নিশাম। কিন্তু ক্যাচ মুঠোয় জমাতে পারলেন না। মাচ জুড়ে হইহই চিৎকারে মুহূর্তেই থেমে যায়।

৭ম ওভারেও আরেকবার জীবন পান লিটন। তাকে সহজ রানআউট মিস করেন ফিল্ডার। এ ক্ষেত্রে ফিল্ডার ছিলেন মার্টিন গাপটিল। আউট না হয়ে উল্টো দৌড়ে এক রান নেন লিটন।

এর আগে ওপেনিং জুটি থেকে আসে মাত্র ৫ রান। ২য় ওভারের ৪র্থ বলেই ওপেনার মিরাজকে সাজঘরে ফেরান পেসার টিম সাউদি।

নিজের প্রথম ওভারেই সফলতা দেখলেন সাউদি। লফটেড শট খেলতে গিয়ে মিলনের হাতে ধরা পড়লেন মিরাজ। ৫ বলে ৫ রান করলেন এ স্পিন-অলরাউন্ডার।

খেলার এই পর্যায়ে ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫৯ রান।

দুর্দান্ত খেলছেন সাব্বিরের বদলে দলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত। তিনি অপরাজিত ৪ বাউন্ডারিতে ২৪ বলে ৩১ রান করে।

For Advertisement

পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: