For Advertisement
২১ অক্টোবর সিনেমা হলে প্রদর্শিত হবে ‘রোহিঙ্গা’

সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর। তিশ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওহিদুজ্জামান ডায়মন্ডসহ অভিনেতা, শিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।ওহিদুজ্জামান জানান, নাফ নদী, শাহ পরীর দ্বীপ, উখিয়া ও টেকনাফে ছবিটির শুটিং চলছে।
সিনেমাটিতে রোহিঙ্গা নারীর চরিত্রে অভিনয় করছেন আরশি। নাফ নদী ও শাহপরী দ্বীপসহ দুর্গম পাহাড়ি এলাকায় রোহিঙ্গা মেয়ে হিসেবে প্রথম যাত্রায় পরিচালক ক্যামেরায় বন্দী হয়েছেন আরশি। আরও আছেন মিন্টু, শ্রেয়া, বৃষ্টি, তানজিদ, ওমর আয়াজ অনি, সাগর, তৌহিদ, হায়াতুজ্জামান, সুচি, গোলাম রব্বানী, ইনাম আহমেদ প্রমুখ।
গত বছর সোশ্যাল মিডিয়ায় পোস্টার ডিজাইন প্রকাশিত হলে লাইমলাইটে আসেন আরশি হোসেন। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বহিষ্কৃত রোহিঙ্গাদের প্রতিনিধি ‘আশিয়া’ চরিত্রে অভিনয় করেছেন আরশি। তাকে কেন্দ্র করে পোস্টার ডিজাইন করা হয়েছে।
আরও খবর
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: