For Advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপে দ. আফ্রিকার দল

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাভুমাকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
বাভুমা ফিরলেও চোটের থাকায় আরেক তারকা ব্যাটার রাসি ফন ডার ডুসেনকে বিশ্বকাপে পাচ্ছে না প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে তার বাঁ-হাতের তর্জনী ভেঙে গেছে।
ফন ডার ডুসেনের চোটে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন সম্প্রতি ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রাইলি রুশো। একাদশে জায়গা পেতে তাকে লড়তে হবে রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক ও আইডেন মার্করামের সঙ্গে। বোলিং বিভাগে আছেন রাবাদা, এনগিডি, নর্কিয়াসহ সব চেনা মুখই।
দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নকিয়া, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি ও ট্রিস্টান স্টাবস।
রিজার্ভ : বিওর্ন ফোরটুইন, মার্কো ইয়ানসেন, আন্দিলে ফেলুকওয়াও।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: