For Advertisement
শায়লা শহীদ- একজন আন্তর্জাতিক পরিবেশবাদী এনজিও কর্মী!

শায়লা শহীদ -পাহাড় ঘেরা সবুজ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবনে জীবনের গতিপথ নির্ধারণ করে ফেলেন মানুষ, পরিবেশ ও নারী উন্নয়ন নিয়ে কিছু করবার। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় জীবনেই সামাজিক সংগঠন জড়িয়ে পড়েন। পরিবেশ ও নারীর আত্ম সামাজিক উন্নয়নের তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলনে হয়ে উঠেছেন দেশের অন্যতম পরিবেশবাদী আইনজীবী তথা দেশের পক্ষে আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধিত্বকারী ও আন্তর্জাতিক এনজিও প্রতিষ্ঠানের বাংলাদেশের প্রধান নির্বাহী।
বর্তমানে তিনি ডিজাস্টার ক্লাইমেট চেঞ্জ সাপোর্ট ইউনিট অর্থাৎ ডি সি সি এস ইউ এর চিফ অপারেটিং অফিসার। ইতিপূর্বে তিনি ক্লাইমেট চেঞ্জ ডি আর আর এন্ড জেন্ডার ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট ( আই সি সি সি এডি)তে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি জেন্ডার এন্ড ওয়াটার অ্যালায়েন্স এর টিম লিডার,ইউ এনডিপির ও ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিচার্জ ইনস্টিটিউট এর কমিউনিকেশন স্পেশালিস্ট সহ ওয়াটার এইড ইউকের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।
উল্লেখ্য যে তিনি দেশের স্বনামধন্য ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের ল’ ডেস্কে ও বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) তে দীর্ঘদিন কাজ করেন।কর্মজীবনের শুরুতে তিনি ফারমার্স ভয়েস অর্থাৎ কৃষকের কণ্ঠস্বর নামীয় কৃষক গবেষণা সংস্থায় জড়িত ছিলেন, যা তাকে খাদ্য নিরাপত্তা, জীববৈচিত্র্য, পানি ও পরিবেশের সমতা ও সঠিক পদ্ধতির মাধ্যমে কাজ করবার অন্তর্দৃষ্টি ও উৎকর্ষ তৈরিতে সহায়তা করেছে।
তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছেন ।বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন, তথ্য অধিকার আইন, পানি আইন, জেন্ডার ও ইকুইটি পলিসির মতো বেশ কয়েকটি জাতীয় নীতির রূপরেখা প্রণয়ন ও উন্নয়নে অবদান রেখে চলেছেন।
ভালোবাসেন ফুল, বিশেষত কাঠ গোলাপ তার সবচেয়ে প্রিয়। এছাড়াও শখের বেশে ভালবাসেন ঘুরতে দেশ-বিদেশ।।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: