For Advertisement
আফ্রিদির পরিবর্তে হাসনাইন

২৭ আগস্ট আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগেই দুঃসংবাদ পাকিস্তান শিবিরে।
দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে ফিরেছেন ২২ বছর বয়সী তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন।
শ্রীলংকা সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়া শাহিন আফ্রিদিকে আগামী ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শাহিন আফ্রিদির পরিবর্তে এশিয়া কাপে সুযোগ পাওয়া হাসনাইন এর আগে দেশের হয়ে ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ১৭ উইকেট শিকার করেছেন। তিনি বর্তমানে ইংল্যান্ডের হানড্রেড টুর্নামেন্টে ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলছেন। সেখান থেকেই দুবাইয়ে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
নেদারল্যান্ডস সফরে থাকা বাবর আজমের নেতৃত্বাধীন দলটি দুবাইয়ে ফেরার পর মঙ্গলবার সকালে পাকিস্তান থেকে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন আসিফ আলী, হায়দার আলী, ইফতেখার আহমেদ ও উসমান কাদির। তারা নেদারল্যান্ডস সফরে থাকা আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মোহাম্মদ হারিস, সালমান আলী ও জাহিদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন।
প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দল ২৮ আগস্ট এশিয়া কাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: