For Advertisement
বিস্ফোরক অভিযোগ তুলে অবসরে দ্রুততম সেঞ্চুরিয়ান
বিস্ফোরক অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ছেলে-মেয়ে মিলিয়ে দ্রুততম সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডিয়েন্ড্রা ডটিন।
হঠাৎ করেই টুইটারে অবসরের ঘোষণা দিয়ে ৩১ বছর বয়সী ক্যারিবীয় এই অলরাউন্ডার জানান, এখনকার দলীয় সংস্কৃতি ও আবহে নিজের সেরাটা দিতে পারছেন না তিনি।
টুইটারে ডটিন বলেন, আমার ক্যারিয়ারে অনেক প্রতিবন্ধতা এসেছে এবং তা জয় করেছি। তবে এখনকার আবহ ও দলীয় পরিবেশ আমার নিজেকে এগিয়ে নেওয়া ও প্যাশনকে পুনরুজ্জীবিত করার জন্য সহায়ক নয়। আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, সেটির জন্য আমি কতৃজ্ঞ এবং লম্বা সময় ধরে ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি। ওয়েস্ট ইন্ডিজ ও এই অঞ্চলের হয়ে খেলা আমার জন্য ছিল সম্মানের।
২০০৮ সালে মাত্র ১৭ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক ডটিনের। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ছেলে-মেয়ে মিলিয়েই তখন তা ছিল টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি। সেই ম্যাচে ৪৫ বলে ১১২ রানের বিম্ফোরক ইনিংস খেলেন ডটিন।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও ৪৫ বলের নিচে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার ডটিন।
অবসরের ঘোষণা দিয়ে ডটিন বলেন, ১৪ বছরের ক্যারিয়ারে আমি সেরাটা দিয়ে নিজেকে তৈরি করেছি এবং শারীরিক, মানসিক ও আবেগের দিক থেকে বেড়ে উঠেছি। এই বেড়ে উঠতে পারাই আমাকে এখন সহায়তা করেছে নিজেদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি বেছে নিতে। আক্ষেপ যদিও নেই, তবে অনেক দুঃখ নিয়ে অনুভব করছি, দলীয় সংস্কৃতি ও পরিবেশের প্রতি আমি আর অনুগত থাকতে পারছি না, কারণ এটা আমার সর্বোচ্চ পারফর্ম করার ক্ষমতাকে খাটো করছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার ডটিন। ১৪৩টি ওয়ানডে আর ১২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৭২৭ রান আর ২ হাজার ৬৯৭ রান করেন তিনি। বল হাতে ডটিন ওয়ানডেতে ৭২ আর টি-টোয়েন্টিতে ৬২টি উইকেট শিকার করেন।
ডটিন এখন বারবাডোজের হয়ে বার্মিংহামে কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেটে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় তিনি খেলে যাবেন।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: