For Advertisement
টাকা উড়বে আমিরাতের লিগেও
কোটি টাকার লিগ হিসেবেই পরিচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে আরও একটি কোটির টাকার লিগ।
আইপিএলের মতো আরব আমিরাতও একটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন করতে যাচ্ছে। যেখানে অংশ নিলেই কোটি টাকার হাতছানি। টাকার হিসাবে আইপিএলের পরেই অবস্থান থাকবে আরব আমিরাতের লিগটির। ২০২৩ সাল থেকে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ নামে শুরু হবে এই টুর্নামেন্ট। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ ক্যাটাগরিতে একেকজন ক্রিকেটার পারিশ্রমিক পাবেন সাড়ে ৪ লাখ ডলার; বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ২৬ লাখ। আমিরাতের এই লিগের চেয়ে বেশি পারিশ্রমিক শুধু আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এই টুর্নামেন্ট বেতন-কাঠামোতে দ্বিতীয় সর্বোচ্চ।
খেলোয়াড়দের জন্য ৯ ধরনের ক্যাটাগরিতে পারিশ্রমিক দেওয়া হবে। সর্বোচ্চ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩ লাখ ৪০ হাজার ডলার, সঙ্গে যুক্ত হবে লয়ালিটি বোনাস। অর্থাৎ বোনাস দেওয়া হবে ১ লাখ ১০ হাজার ডলার। তাতে প্রায় সাড়ে ৪ লাখ ডলার পাবেন খেলোয়াড়রা।
আর সর্বনিম্ন ক্যাটাগরিতে দেওয়া হবে ১০ হাজার ডলার। আমিরাতের এই টুর্নামেন্ট অনুমোদিত হলে এটি পরিচালনা করবেন ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি ও বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশির উসমানির দল।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: