For Advertisement
পাকিস্তানের তরুণ ওপেনারের অনন্য রেকর্ড
শ্রীলংকার বিপক্ষে গলে সদ্য শেষ হওয়া টেস্টে ৫০৮ রানের টার্গেট তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৪৬ রানে হারে পাকিস্তান।
অবশ্য সিরিজের প্রথম টেস্টে আব্দুল্লাহ শফিকের ১৬০ রানের অনবদ্য ইনিংসে ভর করে গলে জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান। গলে দুর্দান্ত ইনিংস খেলার পথেই নতুন রেকর্ড গড়েছেন আবদুল্লাহ শফিক। ব্যাট হাতে বীরত্ব দেখানোর সুফল হাতেনাতেই পেলেন পাকিস্তানের ২২ বছর বয়সী এই তরুণ।
ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের পর পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের কীর্তি গড়েছেন শফিক। বুধবার ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ২৩ ধাপ এগিয়েছেন শফিক। বড় লাফ দেওয়ার সুবাদে তিনি উঠে গেছেন ১৬ নম্বরে।
পাশাপাশি শফিক অর্জন করেছেন ৬৭১ রেটিং পয়েন্ট। এই রেটিং অর্জনের মধ্য দিয়ে সাঈদ আহমেদের ৬১৪ রেটিং পয়েন্টের কীর্তি ভেঙেছেন শফিক। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের পর পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড এতদিন নিজের দখলে রেখেছিলেন সাঈদ আহমেদ।
ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের পর শফিকের চেয়ে বেশি রেটিং পয়েন্ট আছে ভারতের সুনিল গাভাস্কার (৬৯২) ও অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানের (৬৮৭)।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: