For Advertisement
‘স্কুল বন্ধুকে’ প্রধানমন্ত্রী বানাচ্ছেন লংকান প্রেসিডেন্ট
সংবাদ সংস্থা রয়টার্স বৃহস্পতিবার জানিয়েছে, শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সিনিয়র রাজনীতিবীদ দীনেশ গুনাবর্ধনেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
দীনেশ গুনাবর্ধনে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের স্কুল বন্ধু ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।দীনেশ গুনাবর্ধনে শ্রীলংকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শুক্রবার নতুন মন্ত্রীসভা গঠন করতে যাচ্ছেন বিক্রমাসিংহে। এরমধ্যেই রয়টার্স জানাল দীনেশ গুনাবর্ধনেকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন প্রেসিডেন্ট।
চলমান বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার দেশটির অষ্টম প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নিয়েছেন। এর মাধ্যমে গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হন তিনি।তবে রনিল বিক্রমাসিংহেকেও প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ বিক্ষোভকারীরা। এরই মধ্যে তাকে হটাতেও বিক্ষোভ শুরু হয়েছে।বুধবার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলংকা নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে।
গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান।সবশেষে বুধবার দেশটির সংসদ সদস্যরা তাকে নির্বাচিত প্রেসিডেন্ট বানান।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: