For Advertisement
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে বাইক, অতঃপর…
বগুড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে মোটরসাইকেল চালনাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর উপজেলার চান্দাইকোনায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে চারটি মামলায় আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদে দুর্ঘটনা এড়াতে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত শেরপুর উপজেলার চান্দাইকোনায় মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করায় এ সময় চারজন মোটরসাইকেল চালককে চার মামলায় দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনার সময় বিআরটিএ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, আর্মড এবং হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: