হেডলাইন
◈ পদোন্নতি নিয়ে সোনালী ব্যাংকে কর্মী অসন্তোষ ◈ ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পার্লামেন্টে আবেদন শাহবাজের ◈ সৌদিতে নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে ◈ ‘যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র রাশিয়ার আছে’ ◈ রমজানে আন্দোলন থেকে জনগণকে নিস্তার দিন, বিএনপিকে প্রধানমন্ত্রী ◈ রিজেন্টের সাহেদের জামিন স্থগিত থাকবে: আপিল বিভাগ ◈ লার্ন গিটার উইথ আসাদ’ স্কুলের ১০ বছর উদযাপন! ◈ আজ মহান স্বাধীনতা দিবস ◈ গ্রেফতারকৃত যুবদল সম্পাদক মুন্না বাসায় পরিদর্শনে যুবদল নেতৃবৃন্দ ◈ সালমান খানের নিরাপত্তায় যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ ◈ ফেসবুকে দেশবাসীর কাছে যা চাইলেন আরাভ খান ◈ হাইকমান্ডের নজরদারিতে বিএনপির আরও ১১ কেন্দ্রীয় নেতা ◈ ধর্ষণের অভিযোগ ও মামলা, অস্ট্রেলিয়া থেকে যা বললেন শাকিবের আইনজীবী ◈ বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ◈ প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের নিন্দা ◈ এবার দুবাইয়ে আরাভ খানের খোঁজে পুলিশ ◈ এটিএমে টাকা ঢুকানোর সময় জাল নোট পরীক্ষা করার নির্দেশ ◈ সাজানো নির্বাচনি ফাঁদে আর পা দেবে না জনগণ: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে যে নামে এনআইডি ছিল আরাভ খানের ◈ একতরফা নির্বাচন – সুপ্রিমকোর্ট বারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ!
হোম / বিনোদন / বিস্তারিত

For Advertisement

আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবরে যা বললেন শাশুড়ি

১ জুলাই ২০২২, ৩:৪৩:৪৩

বিয়ের তিন মাস না যেতেই সুখবর দিলেন ছেলের বউ। আলিয়ার সন্তানসম্ভবা হওয়ার খবরে শাশুড়ি নীতুর প্রতিক্রিয়া জানতে মুখিয়ে রয়েছেন দর্শক।

সেদিন রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে ছিলেন নীতু। সুখবর পৌঁছায় সেখানেই।

ভিডিও করতে করতে সেখানে থাকা সহকর্মীরা অভিনন্দন জানান শাশুড়িকে। নীতু খানিক অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ‘কী জন্য?’ উত্তর আসে, ‘আপনি ঠাকুমা হতে চলেছেন।’ খানিক অপ্রস্তুত হওয়ার পর নীতু শুধু হাসেন। কেউ জিজ্ঞাসা করেন, ‘আপনার কেমন লাগছে আপনি ঠাকুমা হবেন?’ কেউ বলেন, ‘শুভেচ্ছা জানাই আপনাকে।’ নীতু হেসে কেবল ধন্যবাদ জানান।

নবদম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর একসঙ্গে তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। অভিনেত্রী তার ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগ করে নিতে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার হয়েছে। ছবিতে আলিয়াকে একটি বিছানায় শুয়ে থাকতে দেখা যায় এবং রণবীর তার পাশে বসে আছেন। তাদের উভয়ই পর্দায় আঠালো, যা তাদের আসন্ন শিশুর আল্ট্রাসাউন্ড দেখায়। তার আবেগ প্রকাশ করতে, প্রাণিপ্রেমী আলিয়া তাদের শাবকের সঙ্গে একটি সিংহ এবং সিংহীর দ্বিতীয় ছবি শেয়ার করেছেন। ‘আমাদের শিশু… শিগগিরই আসছে,’ আলিয়া তার পোস্টের সঙ্গে একটি ইনফিনিটি, রেড হার্ট এবং স্টার ইমোজির ক্যাপশন দিয়েছেন।

এই সাক্ষাৎকারে আলিয়ার প্রসঙ্গ শাশুড়ি নীতু বলেন, ‘আলিয়া খুব মিষ্টি স্বভাবের মেয়ে। আমার সঙ্গে তার বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। আমার শাশুড়ির সঙ্গেও আমার দুর্দান্ত বন্ডিং ছিল। আমাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের। ঝগড়াও করতাম। আর ঋষিজির নামে প্রাণ খুলে অভিযোগও করতাম। ঋষি চলে যাওয়ার থেকেও বেশি দুঃখ পেয়েছি শাশুড়িকে হারিয়ে। আগে প্রতি রোববার তার জন্য নিজের হাতে কেক বানিয়ে পাঠাতাম। কেকের ওপর লিখতাম, হ্যাপি সানডে মা। আমার বিশ্বাস, আলিয়ার সঙ্গেও এ রকম সম্পর্ক গড়ে উঠবে।’

আলিয়া শুধু বউ হিসেবেই নন, রাঁধুনি হিসেবেও বেশ ভালো বলে জানান নীতু, ‘আলিয়ার মা (সোনি রাজদান) মিষ্টির একটা পদ দারুণ বানায়। ওদের বিয়েতে আলিয়াকে বলেছিলাম— মায়ের কাছ থেকে মিষ্টির পদটা শিখে আসতে, তবেই সে কাপুর পরিবারে প্রবেশের অনুমতি পাবে (হাসতে হাসতে)।

 

For Advertisement

পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: