For Advertisement
ইউক্রেনের মাইকোলাইভে রাশিয়ার ভয়াবহ হামলা
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে রুশ বাহিনীর ভয়াবহ হামলায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার সকালে রুশ বাহিনী এ হামলায় চালায় বলে নিশ্চিত করেছেন ওই আঞ্চলের গভর্নর ভিটালি কিম।
তবে এটা বোমা নাকি ক্ষেপনাস্ত্র হামলা কিংবা আর্টিলারি নাকি মর্টার গোলা তা তিনি স্পষ্ট করেননি।
মঙ্গলবারও রাশিয়ানরা মাইকোলাইভ অঞ্চলে হামলা চালায়, ছয় বছর বয়সি একটি মেয়েসহ ওচাকভ শহরে তিনজন নিহত হন।
এ ছাড়া সোমবার রাশিয়া উত্তর-পূর্ব দিকের শহর খারকিভে বোমাবর্ষণ করেছে। বোমা হামলায় কিছু অ্যাপার্টমেন্ট দালান ও একটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই বোমাবর্ষণে পাঁচজন নিহত ও ২২ জন আহত হন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।
কিছু বিশ্লেষকের মতে, লুহানস্ক অঞ্চলের পূর্ণ দখল নিতে পারলে সেটি রাশিয়ার জন্য একটি বড় বিজয় হিসেবে বিবেচিত হবে, এমনকি এটি যুদ্ধ বন্ধেরও পথ তৈরি করে দিতে পারে। তবে পশ্চিমা গণমাধ্যম ও দেশগুলোর ভাষ্য সম্পূর্ণ ভিন্ন।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: