হেডলাইন
◈ পদোন্নতি নিয়ে সোনালী ব্যাংকে কর্মী অসন্তোষ ◈ ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পার্লামেন্টে আবেদন শাহবাজের ◈ সৌদিতে নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে ◈ ‘যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার মতো অস্ত্র রাশিয়ার আছে’ ◈ রমজানে আন্দোলন থেকে জনগণকে নিস্তার দিন, বিএনপিকে প্রধানমন্ত্রী ◈ রিজেন্টের সাহেদের জামিন স্থগিত থাকবে: আপিল বিভাগ ◈ লার্ন গিটার উইথ আসাদ’ স্কুলের ১০ বছর উদযাপন! ◈ আজ মহান স্বাধীনতা দিবস ◈ গ্রেফতারকৃত যুবদল সম্পাদক মুন্না বাসায় পরিদর্শনে যুবদল নেতৃবৃন্দ ◈ সালমান খানের নিরাপত্তায় যে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ ◈ ফেসবুকে দেশবাসীর কাছে যা চাইলেন আরাভ খান ◈ হাইকমান্ডের নজরদারিতে বিএনপির আরও ১১ কেন্দ্রীয় নেতা ◈ ধর্ষণের অভিযোগ ও মামলা, অস্ট্রেলিয়া থেকে যা বললেন শাকিবের আইনজীবী ◈ বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ◈ প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের নিন্দা ◈ এবার দুবাইয়ে আরাভ খানের খোঁজে পুলিশ ◈ এটিএমে টাকা ঢুকানোর সময় জাল নোট পরীক্ষা করার নির্দেশ ◈ সাজানো নির্বাচনি ফাঁদে আর পা দেবে না জনগণ: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে যে নামে এনআইডি ছিল আরাভ খানের ◈ একতরফা নির্বাচন – সুপ্রিমকোর্ট বারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ!
হোম / খেলাধুলা / বিস্তারিত

For Advertisement

তৃতীয় দিনের শুরুতেই মিরাজ-খালেদের আঘাত

২৬ জুন ২০২২, ১০:৪২:৫১

সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হেনেছেন মেহেদি হাসান মিরাজ ও খালেদ আহমেদ। মিরাজের স্পিন আর খালেদের গতির শিকার হয়ে ফেরেন জশুয়া ডি সিলভা ও আলজারি জোসেফ

ডি সিলিভা ১১৫ বল খেলে ২৯ রানে ফেরেন। তার আগে ষষ্ঠ উইকেটে কাইল মায়ার্সের সঙ্গে গড়েন ৯৬ রানের জুটি। ৯ বলে ৬ রান করে আউট হন জোসেফ।

৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ যখন ৩৭৬ রান তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

শুক্রবার সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৩৪ রানেই অলআউট বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের শেষ বিকালে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করে উইন্ডিজ।

শনিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত বোলিং করে স্বাগতিক দলের ব্যাটসম্যানদের চাপের মুখে রাখতে সক্ষম হন শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও খালেদ আহমেদরা।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭০ রানে ক্যারিবীয় ৪ ব্যাটসম্যান জন ক্যাম্পবেল, ক্রেগ ব্রাথওয়েট, রায়মন রেফার ও এনকেরুমা বোনারকে ফেরান শরিফুল, মিরাজ, খালেদরা।

প্রথম সেশনে দুর্দান্ত বোলিং করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেই হারিয়ে ফেলে। এই সেশনে কোনো উইকেট না হারিয়ে ১১১ রান যোগ করে উইন্ডিজ।

জার্মেইন ব্লাকউডকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন কাইল মায়ার্স। ১২১ বল খেলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করা ব্লাকউড চা-পান বিরতি থেকে ফিরেই আউট হন।

দ্বিতীয় দিনের শেষ সেশনে জশুয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে নিয়ে ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কাইল মায়ার্স। আর এই জুটিতেই ক্যারিয়ারের ১৩তম টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মায়ার্স। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্টে ২১০* রানের লড়াকু ইনিংস খেলেন মায়ার্স।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭০ রানে ৪ উইকেট শিকার করা বাংলাদেশ দিনের শেষ দুই সেশনে ২০৩ রান খরচ করে মাত্র এক উইকেট শিকার করে।

রোববার আগের দিনের করা ৩৪০/৫ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমেই শুরুতে উইকেট হারায় উইন্ডিজ।  ২৯ রান করে মিরাজের শিকার হন জশুয়া ডি সিলভা।

For Advertisement

পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: