For Advertisement
মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ
মালয়েশিয়ার নারী ফুটবল দলকে ৬-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন আঁখি খাতুন, একটি করে গোল করেছেন সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, মনিকা চাকমা ও কৃষ্ণা রানী সরকার।
দারুণ এই জয়ে মধুর প্রতিশোধও নিল বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল।
আগামী রোববার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
বৃহস্পতিবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে কৃষ্ণা রানী সরকার ও মনিকা চাকমা গোল করেন।
খেলার ৯ মিনিটে মারিয়া মান্দার কর্নার থেকে বল পেয়ে বাংলাদেশের গোল উৎসব শুরু করেন আখিঁ খাতুন।
১২তম মিনিটে বক্সে ফাঁকায় থাকা সানজিদা গোলের সুযোগ পেয়েও তাড়াহুড়া করতে গিয়ে বল ক্রসবারের উপর দিয়ে মেরে হতাশ করেন।
২৬তম মিনিটে ডান দিক থেকে কোনাকুনি শটে সাবিনার দৃষ্টিনন্দন গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর আঁখির প্লেসিং শটে গোল (৩-০) নিশ্চিত হয়।
৩৬তম মিনিটে গোলেপোষ্ট লক্ষ্য করে প্রথম শট নিয়েও ব্যর্থ হয় মালয়েশিয়া।
৪৫তম মিনিটে স্বপ্নার গোলে স্কোরলাইন ৪-০ করে বাংলাদেশ।
৬৭তম মিনিটে মনিকা চাকমার গোলে আরও একধাপ এগিয়ে যায় স্বাগতিকরা। সাত মিনিট পর ঋতুপর্না চাকমার ক্রস থেকে বল পেয়ে গোল করেন কৃষ্ণা রানী সরকার।
আরও খবর
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: