For Advertisement
মহাশক্তিশালী ‘সারমাত মিসাইল’ মোতায়েন করা হবে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, রাশিয়া তাদের সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি করবে।
টিভিতে দেওয়া একটি ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, সামরিক হুমকি ও ঝুঁকি বিবেচনা করে আমরা আমাদের সেনবাহিনীর উন্নতি ও শক্তি বৃদ্ধি বাড়াতে থাকব।
এরপর পুতিন মহাশক্তিশালী সারমাত ব্যালাস্টিক মিসাইলটি মোতায়েন করার ঘোষণা দেন। তিনি বলেন, এ বছরের শেষে কার্যক্রম শুরু করার জন্য সারমাত মোতায়েন করা হবে।
সারমাত মিসাইলটি একসঙ্গে ১০টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে।
এর আগে গত ২০ এপ্রিল সারমাত পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইলটির সফল পরিক্ষা চালায় রুশ সেনারা।
ওই সময় পুতিন বলেছিলেন, এই নতুন অস্ত্রটির আছে উচ্চগতি ও উচ্চক্ষমতা। এটি সকল আধুনিক মিসাইল বিধ্বংসী ব্য
বস্থাকে ভেদ করতে সক্ষম। এটির মতো অন্য কোনো মিসাইল পৃথিবীতে নেই এবং খুব সহসা আসবেও না।
পুতিন আরও বলেন, এমন সত্যিকারের অদ্বিতীয় অস্ত্রটি আমাদের সামরিক বাহিনীর শক্তি আরও বাড়াবে। বাইরের শত্রুদের হুমকি থেকে রাশিয়াকে বাঁচাবে এবং যারা রাশিয়ার ক্ষতি করার চেষ্টা করবে তাদের চিন্তার খাবার (বিষয়) দেবে।
সূত্র: আল জাজিরা
আরও খবর
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: