For Advertisement
ছুটিতে গিয়ে মোটরসাইকেলে প্রাণ গেল বিজিবি সদস্যের
শেরপুরে ছুটিতে বাড়ি গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইউসুফ জামিল (২৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার কানাশাখোলা-চন্দ্রকোনা সড়কের রৌহা ইউনিয়নের আমতলী ব্রিজসংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জামিল শেরপুর সদর উপজেলার হালগড়া চরবড়ইগাছি গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। তিনি বিজিবির ময়মনসিংহ সেক্টরের সদর দপ্তরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
শেরপুর থানার ওসি মুনসুর আহম্মদ জানান, কিছুদিন আগে ইউসুফ জামিল ১২ দিনের ছুটি নিয়ে শেরপুরে নিজ বাড়ি আসেন। বৃহস্পতিবার সকালে তিনি মোটরসাইকেলযোগে শেরপুর গিয়ে পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিষপত্র কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। দুপুর ১২টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমতলা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন জামিল।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
আরও খবর
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: