For Advertisement
মিথিলার মন খারাপ যে কারণে
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে শুক্রবার। মূলত এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
কিন্তু অফিসের কাজে বর্তমানে তিনি অবস্থান করছেন তানজানিয়ায়। কিন্তু নিজের প্রথম সিনেমার মুক্তিতে দেশে নেই এই তারকা, যে জন্য মন খারাপ তার। এক ভিডিওবার্তায় সে কথা নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী।
মিথিলা বলেন, ‘আমি এই মুহূর্তে অফিসের কাজে তানজানিয়াতে আছি। আপনারা সবাই জানেন আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ। কারণ আমি এই মুহূর্তে অনেক দূরে আছি, দেশ থেকে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা হলে আসুন, ছবিটি দেখুন।
‘অমানুষ’ নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন নিরব, কাজী নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।
একইদিনে ভারতের পশ্চিমবঙ্গেও মিথিলার একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেটির নাম ‘আয় খুকু আয়’। যেখানে মিথিলা অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায়। সিনেমাটি পরিচালনা করেছেন শৌভিক কুণ্ডু।
অভিনেত্রী আরও বলেন, আপনাদের সবাইকে অনুরোধ, হলে আসুন, ছবিটি দেখুন। আমাদের জানান সিনেমাটি আপনাদের কেমন লাগলো। গতানুগতিক বাণিজ্যিক সিনেমার যে গল্প তার থেকে এর গল্পটি একটু আলাদা। জঙ্গলের ভেতরের একটি গল্প, একটি ডাকাত দলের গল্প। খুবই দুঃসাহসী কাজ, আপনার সবাই হলে আসুন, সিনেমাটি দেখুন।
আরও খবর
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: