For Advertisement
‘পশ্চিমাদের অস্ত্র অকার্যকর’
ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার ক্ষেত্রে পশ্চিমাদের সতর্কতা দিয়েছে রাশিয়া। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে পুরোপুরি ‘অকার্যকর’ হবে।
বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান ইউরোপের শক্তিশালী তিন দেশ জার্মানি, ফ্রান্স এবং ইতালির রাষ্ট্রপ্রধান। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রোমানিয়ার প্রেসিডেন্টও।
আর এ চার রাষ্ট্রপ্রধানের ইউক্রেন সফরের মাঝেই নতুন করে অস্ত্র দেওয়ার ব্যাপারে সতর্কতা দিয়ে রাশিয়া বলেছে, পশ্চিমাদের পাঠানো সব অস্ত্র ধ্বংস করে দেবেন তারা।
এ ব্যাপারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, আমি আশা করি এই তিন দেশের নেতা এবং রোমানিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনকে শুধুমাত্র আরও অস্ত্র দিয়ে সহায়তা করবে না।
তিনি আরও বলেন, এগুলো (যুদ্ধক্ষেত্রে) পুরোপুরি অকার্যকর হবে এবং এই দেশের (ইউক্রেনের) আরও ক্ষতি করবে।
এদিকে গত কয়েকদিন ধরেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাওয়ার পরিকল্পনা করছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর এবং ইতালির প্রধানমন্ত্রী।
ইউক্রেনে গিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ইউক্রেনের যতদিন সাহায্য প্রয়োজন ততদিন তাদের সহায়তা করে যাবেন।
অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনীয়দের প্রশংসা করেছেন।
সূত্র: আল জাজিরা
আরও খবর
ফল ঘোষণার আগে কাদের সঙ্গে কথা বলেছিলেন জানালেন রিটার্নিং অফিসার
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: