For Advertisement
ভারত হারলেও খুশি সুনীল গাভাস্কার
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২/৩ রান করেও ৫৩ রানের জয় পেয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
অথচ বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ২১১ রান করেও হারা এড়াতে পারেনি ভারত।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর ভারতীয় দলের খেলোয়াড় ও ভক্তরা খুবই হতাশ। পরাজয়ের এই হাতাশার মধ্যেও খুশি হওয়ার দুটি কারণ তুলে ধরেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ওপেনার ইশান কিশানের দ্রুত রান তোলা এবং হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সকে দলের প্লাস পয়েন্ট বলে অভিহিত করেছেন লিটল মাস্টার।
স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় সুনীল গাভাস্কার বলেন, ইশান কিশান ভালো শুরু করেনি, শুরুতে বলটি তার ব্যাটের পাশে আঘাত করেছিল এবং সেও ভুল লাইনে খেলছিল। কিন্তু সে ক্রিজে থেকে যায়। কখনো কখনো বল শক্ত হলে মাঝখানে রাখা কঠিন। কিন্তু স্থির হওয়ার পরে সে ৪৮ বলে ৭৬ রান করে এবং খুব শীঘ্রই সে আরও বড় রান করবে।
অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফর্মে ফেরার বিষয়ে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে নেমে মাঠের চারদিকে বল মারছে। ভারতীয় দলের জন্য এটা সত্যিই দুর্দান্ত জিনিস। হার্দিকের বোলিংও ভালো হচ্ছে। লং অফে সে যে শট খেলেছিলেন তা অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
আরও খবর
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: