For Advertisement
১০০ দিনে ১০০ বিলিয়ন ইউরো আয় করেছে রাশিয়া!
নতুন একটি গবেষণায় দেখা গেছে ইউক্রেনে হামলা চালানোর পরবর্তী ১০০ দিনে নিজেদের জ্বালানি বিক্রি করে ১০০ বিলিয়ন ইউরো আয় করেছে রাশিয়া। খবর বিবিসির।
ইনডিপেনডেন্ট সেন্টার ফর রিসার্চ অন এনার্জি এন্ড ক্লিন এয়ার নামে একটি সংস্থা এ গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছেন।
তবে মে মাসে রাশিয়ার লাভ কমে গেছে।
সংস্থাটি সতর্কতা দিয়েছে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যে সকল নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলোতে হয়ত ফাঁকফোঁকর থেকে যেতে পারে।
রাশিয়ার তেল এবং গ্যাস রপ্তানি অবশ্য কমছে এবং মার্চ মাসে প্রতিদিন জ্বালানি থেকে যে ১ বিলিয়ন ডলার রাশিয়া লাভ করছিল সেটিও কমে গেছে।
কিন্তু তবুও লাভের পরিমাণ এখনো অনেক বেশি এবং ইউক্রেনে যুদ্ধ করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটির চেয়ে বেশি।
সংস্থাটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির বড় একটি প্রভাব রাশিয়ার লাভে ওপর পড়বে।
কিন্তু তারা সতর্কতা দিয়েছে, বিপুল পরিমাণ তেল এখন ভারতের দিকে গেছে। যেগুলো সেখানে পরিশোধন করা হয়েছে এবং বিক্রি করা হয়েছে- এই তেল কেনার ক্রেতার তালিকায় আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপও।
রিপোর্টে সংস্থাটি আরও জানিয়েছে, রাশিয়া তেলের জন্য নতুন বাজার খুঁজছে। যেখানে তাদের তেল জাহাজে করে পাঠানো হবে। এই জাহাজগুলোর বেশিরভাগ মালিক আবার ইউরোপীয়ান দেশগুলো।
সূত্র: বিবিসি
আরও খবর:
শীর্ষ দুর্নীতিবাজদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: