For Advertisement
রাশিয়ায় দুই ব্রিটিশ নাগরিকের বিচার শুরু
ইউক্রেনের মারিউপোল থেকে আটক দুই ব্রিটিশ নাগরিকের বিচার শুরু করেছেন রাশিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের যোদ্ধারা। এই দুই ব্রিটিশ নাগরিক হলেন শন পিনার ও অ্যাইডেন অ্যাসলিন।
মঙ্গলবার রুশপন্থি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়। খবর গার্ডিয়ানের।
ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করা দুই ব্রিটিশ নাগরিক এবং মরক্কোর ইব্রাহীম সাধু নামে আরেকজন আদালতের খাঁচার মধ্যে বসে আছেন।
স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের প্রসিকিউটররা বলেছেন, সন্ত্রাসবাদ এবং বিদেশি যোদ্ধা হিসেবে যুদ্ধ করায় আটকদের মৃত্যুদণ্ড হতে পারে।
ব্রিটিশ নাগরিক অ্যাসলিন এবং শন পিনার বলেছেন, তারা ইউক্রেনের নিয়মিত সেনা হিসেবে যুদ্ধ করছিলেন। সুতরাং তাদের যুদ্ধবন্দি হিসেবে বিচার করা উচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্কের আদালতের ছবি সত্য হলে দুই ব্রিটিশ নাগরিক হবেন প্রথম ইউক্রেনীয় যোদ্ধা যাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ ন্যায্য করতে এবং বন্দি রুশ সেনাদের বিনিময় দ্রুত সম্পন্ন করতে ‘লোক দেখানো’ বিচার করছে।
আরওঃ
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: