For Advertisement
মাইক্রোসফটে প্রকৌশলী পদে যোগ দিচ্ছেন সিলেটের আরাফ

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটে প্রকৌশলী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন সিলেটের আরাফ আল জামি। তিনি বর্তমানে থাইল্যান্ডের একটি কোম্পানিতে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করছেন।
মাইক্রোসফটে কাজ করার সুযোগ পাওয়ায় আজ শনিবার আরাফকে শুভেচ্ছা জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। আরাফ এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ২০১৪ (ফল) বর্ষের শিক্ষার্থী ছিলেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে আরাফকে শুভেচ্ছা জানানো উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে অভিনন্দন জানিয়ে ক্রেস্ট তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সৈয়দ রাগীব আলী, উপাচার্য কাজী আজিজুল মাওলা প্রমুখ।
সৈয়দ রাগীব আলী বলেন, আরাফের এই অর্জন অন্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। উপাচার্য কাজী আজিজুল মাওলা বলেন, আরাফ লিডিং ইউনিভার্সিটির দূত হিসেবে কাজ করবেন। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের আরও সুযোগ পাবেন বলে তাঁর আশা।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: