For Advertisement
ক্রিকেটবিশ্বে সবচেয়ে বড় জার্সি
আইপিএলের ফাইনালে ম্যাচের আগে গিনেস ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে নাম লেখাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি উপস্থাপন করল বিসিসিআই।
আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আইপিএলের ১৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশাল জার্সি উপস্থাপন করা হয়।
জার্সিটি ৬৬ মিটার দৈর্ঘ্য ও ৪২ মিটার প্রস্থের। ক্রিকেটবিশ্বে এর চেয়ে বড় জার্সি আর নেই। সাদা রঙের জার্সিটিতে ১০টি আইপিএল দলের লোগো অঙ্কিত ছিল।
জার্সিটিকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দেয় গিনেস কর্তৃপক্ষ। সেই বিশ্বরেকর্ডের প্রসংশাপত্র বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, বোর্ড সচিব জয় শাহ ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের হাতে তুলে দেয় গিনেস ওয়ার্ল্ড বুক কর্তৃপক্ষ।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: