For Advertisement
ঈদে আসছে আলোচিত নাটক – “ভালো হয়ে যাও মাসুদ”!

বহুল আলোচিত সংলাপ—‘ভালো হয়ে যাও মাসুদ’। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ সংলাপ নিয়ে এখনো চর্চা কমেনি। কেউ কেউ খোঁজ করেন সেই মাসুদ কী ভালো হয়েছেন?
জনপ্রিয় এই সংলাপ নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মাসুদ ভালো হয়ে যাও’। এটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির। তার সঙ্গে রয়েছেন নাদিয়া আফরিন মিম। নাটকটি এনটিভিতে প্রচার হবে।নাটকটির গল্পে দেখা যাবে—মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাড় ত্যাড়ামির জন্য বেশ খ্যাতি রয়েছে। তার একটি গ্যাংও আছে। বাইকের নেশা মাসুদের। তারপর সে প্রেমেও পড়ে। প্রেমিকা নাদিয়া আফরিন মিমকে পেতে মাসুদ আরো ঘাউরামি শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত মাসুদ ভালো হয় কিনা, তা জানা যাবে নাটকের গল্পে।
ভাইরাল হওয়া মাসুদ নেটিজেনদের হতাশ করলেও পর্দার মাসুদ হতাশ করবেন না। এ বিষয়ে পরিচালক প্রীতি দত্ত বলেন—‘কমেডি গল্প হলেও দর্শক এখানে একটি সামাজিক বার্তা পাবেন। এই মাসুদে তারা হতাশ হবেন না।’
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: