For Advertisement
দর্শকের অন্তরে ব্যাচেলর পয়েন্টের “অন্তরা”!

লাক্স তারকা ফারিয়া শাহরিন। ক্যারিয়ারে প্রথমবার আলোচনায় এসেছিলেন একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়ে। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজনে। কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকে ‘অন্তরা’ চরিত্রে তাকে দেখতে পাচ্ছেন দর্শক।
গত ১১ মার্চ থেকেই শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন- ৪।গত রবিবার (৬ মার্চ) সকালে একটি সংবাদ সম্মেলন মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা এসেছে। ফ্রুটিকা নিবেদিত নাটকটি দেখা যাবে বাংলাভিশনে। প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৮টা ২৫ মিনিটে নাটকটি টিভি চ্যানেলে প্রচারিত হবে। এরপর রাত ৯টায় সেটা উন্মুক্ত হবে ধ্রুব টিভিতে।ফারিয়া এবার তুমুল আলোচনায় ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে। দেশ-বিদেশ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন তিনি।
ফারিয়া বলেন, অনেক অনেক ভালো রেসপন্স পাচ্ছি। যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখন সবাই আমাকে ‘অন্তরা’ নামে ডাকে। বাইরে গেলেই সবার মুখে নামটি শুনতে পাই। দেশ-বিদেশের মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি।সবাই আমার অভিনয়, লুক, ভাষায় খুব পছন্দ করেছে। এত পজিটিভ রেসপন্সই তার প্রমাণ।নাটকে নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে ফারিয়া বলেন, ‘এই নাটকটি মাইলফলক। আমরা ছোটবেলায় নব্বই দশকের অনেক নাটক নিয়ে ক্রেজ দেখেছি। সেগুলোর আকাশ ছোঁয়া সাফল্য দেখেছি। সেই আমেজের একটি নাটকে নিজে কাজ করতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। পরিচালক কাজল আরেফিন অমিসহ নাটকের পুরো টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। এই নাটক আমার ক্যারিয়ারে ইউটার্ন এনেছে। যখন মডেল হিসেবে যাত্রা শুরু করি তখন অনেক কাজ করতাম। মাঝে নানা কারণে দূরত্ব তৈরি হয়েছিল। সেটা কমিয়ে দিয়ে আবারও নিয়মিত হতে পেরেছে ‘ব্যাচেলর পয়েন্ট’র জন্য। আমার চরিত্রটি ভীষণভাবে গ্রহণ করেছেন দর্শক, এজন্যই সব সম্ভব। আশা করছি নতুন সিজনেও সবার মন জয় করবে অন্তরা।’
এখন প্রতিদিন অনেক কাজের প্রস্তাব পাচ্ছেন ফারিয়া। কিন্তু ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের পর সিদ্ধান্ত বদল করেছেন তিনি। এখন থেকে খুব বেছে বেছে কাজ করবেন এ অভিনেত্রী। তার ভাষায়, আগেও আমি বেছে কাজ করতাম। কিন্তু এখন আরও বেছে কাজ করব। কারণ ‘ব্যাচেলর পয়েন্ট’ আমাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘অন্তরা’ সবার মুখে মুখে। এছাড়াও এবারের সিজনে নতুন দু’জন শিল্পী যুক্ত হয়েছেন। তারা হলেন পারসা ইভানা ও আশুতোষ সুজন। তবে তাদেরকে কেমন চরিত্রে দেখা যাবে, তা এখনই জানা যাচ্ছে না। নাটকেই দর্শকরা সেটা জানতে পারবেন নাটকটি প্রচারের সময়।এছাড়া আগের সিজনগুলোর অনেকেই থাকছেন না এবারের সিজনে।
For Advertisement
পূর্বাকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© purbakash 2021
-Developed by WebsXplore
Comments: